বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আখি নামের ৮ বছরের একটি শিশুর হার্টে ছিদ্র,চিকিৎসা খরচ ৪ লাখ টাকা

Reporter Name / ১৪২৮ Time View
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১:৩৫ অপরাহ্ণ

 নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের হোসনেয়ারা আঁখি নামে একটি শিশু মরতে বসেছে। তার হার্টে ছিদ্র। ৩ বছর বয়সে হোসনেয়ারার হার্টে ছিদ্র ধরা পড়ে। এখন তার বয়স ৮ বছর ৪ মাস। সে সময়ই ডাক্তাররা বলেছিলেন ৬ থেকে ৯ বছরের ভিতরে তার অপারেশন করাতে হবে। এখনই অপারেশন করানোর উপযুক্ত সময়। অপারেশনে খরচ পড়বে ৪ লাখ টাকা। কিন্তু এতো টাকা তার বাবা আলহাজ্ব কোথায় পাবে? দিন আনা দিন খাওয়া পরিবার। দাউদখালী প্রাইমারি স্কুলের সামনে ভারত বাংলা সীমান্ত ঘেষা সরকারি সম্পত্তিতে তারা বসবাস করেন। হোসনেয়ারার মা” রেহানা খাতুন জানান, ৩ বছর বয়সে সে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তখনই সেখানকার ডাক্তার হার্ট ছিদ্র হওয়ার কথা বলেন। সে কথা বিশ্বাস না করে তারা শিশঁটিকে্ ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং সেখানেও ডাক্তাররা একই কথা বলেন। এরপর টাকার অভাবে তারা বাড়ি চলে আসেন। রেহানার খাতুন তার একমাত্র মেয়ে টিকে বাঁচাতে দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের সকলের কাছে সাহায্য কামনা করেছেন। তাদের বিকাশ নম্বর ০১৭৪০-৮৬০১৭৬ এই নম্বরে সাহায্য পাঠাতে বিত্তবানদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST