মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামে প্রাচিলের সাথে ধাক্কা লেগে মুসা মোল্যা(৩৮), নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার মকবুল মোল্যার বড় ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। গত ২৯ জুন রাত আনুঃ ১০টার সময় সে লক্ষীপুর এলাকায় মাদক সেবন করে ঘোরাঘুরি করছিলো। হঠাৎ সেখানে মটর সাইকেল যোগে কিছু লোক উপস্থিত হয়। তাদের পুলিশ ভেবে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে প্রাচিলের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩০ জুন নিহত যুবকের তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার বলেন, এমন ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।