সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ফরিদপুরের মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় চালক নিহত Logo ঝিনাইদহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান Logo নওগাঁ’র রাণীনগরে ঔষধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘটঃ Logo বানারীপাড়ায় নিজেদের সম্পত্ত্বিতে বালু ফেলতে গিয়ে প্রতিপক্ষের কাছে হয়রানীর স্কিকার একটি অসহায় পরিবার Logo বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের শাখার উদ্বোধন  Logo আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার Logo শাজাহানপুরে টানা ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ( কারিগরী ) নির্বাচিত হলেন Logo বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস Logo রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল Logo বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন। সুমন দেবনাথ সভাপতি, সজল চৌধুরী সম্পাদক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই, আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি-শিবলী সাদিক (এমপি)।

মো. নয়ন হাসান, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি- / ১১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১:১২ অপরাহ্ণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই, আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি, প্রকৃত ইতিহাস জেনে বুঝে এবং আঁকড়ে ধরে যেন সবাই চলতে পারি এই হোক আজকের দিনের শপথ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ মাঠ চত্তরে দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন শেষে বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চলনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংকৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও উপজেলা ভাইস মেসবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ড,যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।

এসময় উপজেলার ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের- কলেজের প্রধানগণ,এলাকার সুধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST