বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন Logo বঙ্গবন্ধু’র জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার Logo “ফুলপুরে মিটার চোর চক্রের দুই সদস্য ১৪ টি মিটার সহ গ্রেপ্তার। Logo ভাঙ্গায় ২ সপ্তাহ পরও থেমে নেই ভাংচুর ও লুটপাট, খাবার পানির তীব্র সংকট, মানবতার জীবন যাপন Logo সাপাহারে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির অর্ধশত বর্ষ উদযাপন Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo খানসামায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন Logo খানসামায় বাইসাইকেল,ঘরের চাবি হস্তান্তর,শিক্ষাবৃত্তি প্রদান,ভেড়া বিতরণ ও স্কুলে দুধ পান অনুষ্ঠান অনুষ্ঠিত Logo পরানগঞ্জে স্বামী পরিত্যক্তা আছমা খাতুনকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী হামলা ; রাতের আঁধারেই গুঁড়িয়ে দেয় টিনের ঘর Logo রায়পুরা প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন সম্পাদক রফিক কোষাধ্যক্ষ হারুনুর রশিদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও সব টুকু ভালোবাসা শুধু আমার প্রিয় মায়ের জন্য এবং বিস্তারিত দেখুন।

খুশি আক্তার বরিশাল বিভাগীয় প্রধানঃ / ৭৫০ Time View
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৬ পূর্বাহ্ণ

আজ১৪ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস এর সব টুকু ভালোবাসা আমার প্রিয় মায়ের জন্য।
VALENTINE’S DAY = প্রিয় MA মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত…..
সেকেন্ড চলে যায়, মিনিট চলে যায়,চলে যায় দিন, থেমে থাকে না সাপ্তা,ধরে রাখা যায়না মাস, মনে রাখিনা বছর,এমনি চলে গেলো ১৯ টি বছর। কিন্তু কোনো সময় ভাবি না, অন্যের জন্য ভালোবাসা আছে আমার এই বুকে, শুধু জানি ১৯ বছরে ১৪ ফেব্রুয়ারি ১৯টি এবং ১৯ টি ভালোবাসা দিবস। আর সেই ভালোবাসা দিবসের সব টুকু ভালোবাসা, শুধু আমার প্রিয় মায়ের জন্য। কারণ ১০ মাস ১০ দিন গর্ভে রেখে আড়াই বছর বুকের দুধ পান করে পাঁচ বছর মা-বাবার কোলে প্রসাব পায়খানা করে বড় হয়েছি। এই রিন কখনো সোদ করতে পারব না। এবং কিছু জানার ছিলনা, একদিন এমন এক সময়, আমি ছাত্র পরিচয় দিয়ে স্কুলে এসেছিলাম।কিছু বছর চলে যাওয়ার পর এসেছিলাম বাহিরে। তখন বাবা বলল,বাইরে থাকার সময় করিস না কারো সাথে চাঁদাবাজি, করিস না কারো সাথে বেয়াদুবি,করিস না কারো সাথে ফাইজলামি,সেই কথা মনে রেখে করেছি শুধু ভালোবাসার দুষ্টামি,তারপরেও বয়সে সমতুল্য যারা তাদের সাথে। আমার বাবা বলেছিল, সারাজীবন ভালো কাজ করবি কেউ মনে রাখবে না, একদিন খারাপ কাজ করবি মানুষের মুখ থেকে কোনদিন মস্তে পারবে না। তারপরে মা বলেছিল,বড়দের কে শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, এবং তর সমবয়সী যারা তাদের সাথে ভালো ব্যবহার করবে। বন্ধুবান্ধব দের সাথে নিয়ে ঘুরবে, সময়ের সাথে সময় মিলিয়ে, কিন্তু অসময়েনা ও এমন কাজ করবে না যেন মানুষের মন্দ বলে। একটা কথা মনে রাখবে, যে যতটুকু ভালোবাসা এই দিক না কেন, সেই ভালবাসার সময় মাত্র ২ ঘন্টা, বা ২ দিন, বড়জোর ২ বছর, এর বেশি নয়। আর মা বাবার ভালোবাসা পাবে সারা জীবন। কাউকে ভালোবাসা দিয়ে কষ্ট দিসনা,কাউকে ভালোবাসা নিয়ে হেলা করিস না, ভালোবাসা এমন এক কষ্ট যা কোনদিন মস্তে পারবে না। এবং ভালোবাসায় যেয় কষ্ট পাবে সারাজীবন মনে থাকবে, কিন্তু কোনদিন ভুলতে পারবে না। খাওয়ার সময় মনে পড়বে, শোয়ার সময় চোখের জল পড়বে, এবং ঘুরার সময় স্মৃতি মনেপড়বে,আর শরীর হবে আতঙ্ক, এবং চেহারা হবে নষ্ট, মুখে থাকবে না হাসি,চোখ মেলে কাউকে বলতে পারবে না।ও বলতে পারবে না যে আজ আমি ভালা বড়া খেয়েছি, এবং অন্যের ভালোবাসায় ভালা বুড়া হবে মাত্র দুইদিন। সেই সাথে মনে রাখবে মায়ের ভালোবাসা পেয়ে যাবে সারা জীবন,এবং মরিচ ভর্তা খেলেও বলবে খেয়েছি আর শান্তি মতন।ও অন্যের ভালোবাসা নিয়ে জায়গা ছাড়বি, ভালোবাসা পাবি দুইদিন, ও মাথা ব্যথায় চিৎকার পারলে বলবে বাহির করে দে এই দিন। আর যদি মায়ের ভালোবাসা নিয়ে বসে থাকো বাপের ভিটায়, তাহলে মাথাব্যথা নাই শুধু,যত বড় ব্যথায় আছে, দেখবে মায়ের নাই খাওয়া,নাই ফিন্দা, মাই বলবে তোর ব্যথা কি দিলে কমবে, এবং বলবে কোথায় আছে ডাক্তার, কোথায় আছে কবিরাজ,কোথায় আছে ঔষধ, পাগল হয়ে ছুটবে মায়ে কোলে নিয়া সন্তানকে , পিছন দিয়ে ডাকলে ও মানবে না কারো কথা, পাড়াপড়শি ডাকলে বলবে আমার মনে বড় ব্যথা, ছেলে আমার রোগী হইছে সুধু আমারি বেথা। সেটাই সেই মায়ের ভালোবাসা, পৃথিবীতে সবায় ভালোবাসা দিলেও মায়ের ভালোবাসা সমান হবে না। যেমন গুনাহ করে ৫ অক্ত নামাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেই, তেমনিভাবে মা বাবা দুওয়া করলে এবং আল্লাহ্ কে স্মরণ করলে দুনিয়ার কেউ তোমাকে ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বড় রহমত,মা বাবা দোয়া বড় দোয়া। এবং মা-বাবার চয়েজ হলো বড় চয়েজ, ও ভালো বাসা কখনো সুখ হয়না ভালোবাসার ঘরে শুধু কষ্ট আর বেদনা।

ইতি তোমার মেয়ে
খুশি আক্তার
প্রিয় মা আমি তোমায় ভালো বাসি এবং তোমারি আছি ও তোমারি থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST