মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঝোপখালী নূরানী মাদাৃরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থীর কুরআনের কারীম সবক ও দোয়া অনুষ্ঠান Logo শার্শায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ উদ্বোধণ Logo নেত্রকোণায় ক্রিয়েশান স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বগুড়ায় সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশ (SKAB)এর আয়োজনে “সৌখিন খামারি মিলন মেলা”-২০২৫ অনুষ্ঠিত Logo বেনাপোল সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ১ Logo নেত্রকোণায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র   ও  কম্বল বিতরণ Logo শ্রীপুরে প্রয়াত ব্যবসায়ী মোশারফ সরকারের দুই পত্নীর হুলস্থুল কাণ্ড! Logo বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ মহানগর শাখা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo বীরগঞ্জে হাট বাজার ইজারা প্রদানে ব্যাপক অনিয়ম, দূর্নীতিসহ স্বজনপ্রীতির অভিযোগ Logo বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন।

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৭৪ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ

 সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি,নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য,ন্যায়,ব্স্তূনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারা বাংলাদেশে সাংবাদিকরা আগেও হামলা- মামলার স্বিকার হয়েছে এখনও হচ্ছে।প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন,আগামী ৩দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন:-একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন,এখন টিভি ও দৈনিক জনকন্ঠের আবুল হোসেন,আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষী, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, চ্যানেল এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম,দৈনিক একুশে সংবাদের বেনাপোল প্রতিনিধি মোঃ খসরুনোমান সংগ্রাম, প্রতিদিনের কথার আনিছুর রহমান,ভোরের ডাকের আশানুর রহমান আশা,যায়যায়দিনের জি এম আশরাফ, দৈনিক জন্মভূমির আবুল বাশার, দৈনিক কালান্তরের  কামাল উদ্দীন বিশ্বাস,দৈনিক দিনকালের মতিয়ার রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের মনির হোসেন,নাগরিক টেলিভিশনের ওসমান গণি ,দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপন,দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল, দৈনিক গ্রামের কন্ঠের জাহিদ হাসান,দৈনিক রানারের আরিফুজ্জামান,দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, মাতৃছায়ার  সুমন হুসাইন,এশিয়ান টেলিভিশনের  সেলিম আহম্মেদ,দৈনিক কাগজের  জাকির হোসেন,দৈনিক প্রতিদিনের কন্ঠের  আসাদুর রহমান আসাদ,শাহরিয়ার হুসাইন মুন, দৈনিক রুপান্তরের  শাহনেওয়াজ স্বপন,দৈনিক সংবাদের  লোকমান হোসেন রাসেল, চ্যানেল এসের  জসিম উদ্দীন, দৈনিক সমাচারের আকাশ হোসেন সাগর, দৈনিক প্রজন্ম একাত্তরের ইকরামুল হোসেন,দ্যা মেইল বিডির  এবিএস রনি, কলকাতা প্রাইম টাইমের মোঃ জাহিরুল মিলন, দৈনিক নাগরিক ভাবনার সাইবুর রহমান সুমন,  দৈনিক আশার আলোর আসাদুজ্জামান আশা, কলকাতা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান রুবেল,চিত্র সাংবাদিক দৈনিক স্পন্দনের শাহাবুদ্দিন আহম্মেদ, দৈনিক প্রভাত ফেরীর মেহেদি মোল্লা, দৈনিক গ্রামের কন্ঠের মোঃ আব্দুল্লাহ, দৈনিক নওয়াপাড়ার জয়নাল আবেদিন, দৈনিক সমাজের কথার আতাউর রহমান,বাংলাদেশ বুলেটিনের  রবিউল ইসলাম,দৈনিক শেষ সংবাদের মিলন কবির,দৈনিক স্বাধীন ভোরের জাকির হোসেন,দৈনিক তৃতীয়মাত্রার রায়হান ছিদ্দিকী, বাংলা নিউজ টুয়েন্টিফোরের  জিসান আহম্মেদ রাব্বি,দৈনিক সমাজের চোখের  মারুফ ইসলাম, তরঙ্গ নিউজ ডট কমের নাজিম উদ্দীন জনি, দৈনিক ক্রাইম তালাশের শরিফুল ইসলাম,দৈনিক প্রভাতফেরির শেখ মাসুদুর রহমান , দৈনিক বিশ্ব মানচিত্রের নূরে হাবিব, দৈনিক কালের বিবর্তনের  সাহিদুল ইসলাম শাহীন,দৈনিক প্রথম ভোরের সেলিম রেজা তাজ,দৈনিক দেশ বর্তমানের সোহাগ হোসেন,আনন্দ টিভির ক্যামেরাম্যান সংগ্রাম হোসেন বাবু,সময় টিভির ক্যামেরাম্যান প্রিন্স শাওন আহম্মেদ,দৈনিক আলোকিত সকালের কুরবান গাজী , মোস্তাফিজুর রহমান মারুফ, ইকবাল আমিন, টিটু মিলন, সাহিদ আতিকুজ্জামান রিমু, জমির হোসেন,রাকিব উদ্দীন,ইবাদুল্লাহ ইবাদত,আবু সাইদ শান্ত,রানা আহমেদ,কামাল হোসেন। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST