মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রামের পক্ষ থেকে সিএমপি কমিশনারকে বিদায়ী সংবর্ধনা প্রদান অদ্য ১৪ জুলাই, ২০২২ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,চট্টগ্রামের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় বিদায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম কে। মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এসময় বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান ও সম্মাননা স্মারক তুলে দেন। এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার(সদর) (এডিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আমির জাফর, বিপিএম, কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।