মোকছেদুল ইসলাম ফুলপুর উপজেলা প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর শেরপুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে অশোক লিল্যান্ড ট্রাক এক্সিডেন্ট আজ বুধবার ৪ই ডিসেম্বর ফুলপুর শেরপুর রোডে সাহাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সকাল ৯ টার দিকে অশোক লিল্যান্ড ট্রাক বগুড়া থেকে লবণ লোড দিয়ে শেরপুর গজনীর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তাছাড়া ট্রাক ড্রাইভার মো.ফুরাইবা জানান তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি ট্রাকের সামনে বামের পাতি সেটের নাট ছিড়ে যাওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায় এবং ড্রাইভার ও সঙ্গী হেল্পার সুস্থ আছে