শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা সদরের চল্লিশা বাজারে হতদরিদ্র সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ আনন্দ কে ভাগাভাগি করে নিতে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ৯ এপ্রিল, সকাল ১০ টায় নেত্রকোণার চল্লিশায় নলেজ একাডেমি স্কুল মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হতদরিদ্র সহযোগিতা সংগঠনের উপদেষ্টা সাংবদিক শামীম তালুকদার ও সভাপতি আনোয়ার হোসেন বাদশাসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হতদরিদ্র সহযোগিতা সংগঠনের উপদেষ্টা শামীম তালুকদার বলেন, এই রমজানে আপনারা কষ্ট করে বসে আছেন সামান্য এই ঈদ উপহারের জন্য। আজ যে উপহার দেওয়া হচ্ছে এটি আপনারা কেউ দান হিসেবে নিবেন না; এটা আপনাদের জিনিস আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। হতদরিদ্র সহযোগিতা সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাদশা বলেন, এই সংগঠন টি নিজস্ব অর্থায়নে ৩ বছর যাবৎ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।