মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ হামলার শিকার। Logo কালাইয়ে আ.লীগের কর্মী ও কিডনির দালাল উপজেলা কৃষকদলের সদস্য, এলাকায় সমালোচনার ঝড় Logo কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত Logo বেতাগীতে শারমিনের অপকর্মে অতিষ্ট এলাকাবাসী Logo মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ  Logo নেত্রকোণায় বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কতৃক অনুমোদিত গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)গঠন Logo ময়না তদন্তের জন্য বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ উত্তোলণ Logo পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির কাউন্সিলরের ছেলেকে আ. মি.লি কাউন্সিলরের বাতিজার হত্যার চেষ্টা Logo সাপাহার মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সুফিয়ান আহমদ চৌধুরীর ৬২তম জন্ম বার্ষিকী রোববার ১৭ জুলাই

Reporter Name / ১৫০৮ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩:৩০ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসুফিয়ান আহমদ চৌধুরী। কবি- ছড়াকার- গল্পকার- সংগঠক- আইনজীবি। ১৯৭৩ সালে ছড়া- কবিতা- গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু- কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল। পরবর্তীতে শিশু-কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকী–সংকলনে লিখে চলেছেন অবিরাম। সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছ উদ্দিন আহমদ চৌধুরী ছুটু মিয়া এবং মাতা মরহুম বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন। তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থ সমূহ নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন, নির্বাচিত ১০০ ছড়া, বৃষ্টি ভেজা রাত ও আম পাতা জাম পাতা । তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা–চেতনা ও আদর্শ বাঙালির মন- মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ–মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্ধুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন। তিনি ছড়া পরিষদ সিলেট, সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম নিউইয়র্ক- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সু সংগটকের সুখ্যাতি অর্জন করেছেন দেশ বিদেশে। তিনি জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদকও। জড়িত রয়েছেন বহু সাহিত্য–সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সাথেও। তিনি সাহিত্য সাময়িকী জীবন মিছিল-এর সম্পাদক। এছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর। অনলাইন প্রকাশনা শিশু কিশোর সাময়িকী ইলিক ঝিলিক ও ছড়া বিষয়ক কাগজ টাপুর টুপুর-এর সম্পাদকও। এমসি কলেজ সিলেট-এর বার্ষিকী “পূর্বাশা” বার্ষিকী সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। এরপর দুইবার কার্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরীর সুপরিচিতি ব্যাপক। সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST