বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শিক্ষাব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান Logo বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত Logo বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব Logo বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার Logo দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম এর সাথে মহানগর জামায়াতের সেক্রেটার অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ Logo ঝিনাইদহে ছাত্রদল নেতা মীর্জা ও শিবির সভাপতি পারভেজ হত্যায় পুলিশ কর্মকতাসহ হত্যা মামলা Logo ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা Logo হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপ নতুন কমিটির শপথ গ্রহণ Logo বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারকে ৪ লাখ টাকা অনুদান দিলো জামায়াত ইসলামী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও সিটিতে আওয়ামী লীগ নুতন কমিটি গঠনের বৈধতা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেএীবৃন্দের বিবৃতি-

Reporter Name / ১৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃসম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে ড. সিদ্দিকুর রহমান পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে বিভিন্ন স্টেট ও সিটিতে নতুন কমিটি গঠনের জন্যে দিনক্ষন ঠিক করছেন যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের দৃস্টিগোচর হয়েছে। ইতোমধ্যে ড. সিদ্দিকুর রহমান মেট্রো ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের তথাকথিত নতুন কমিটি গঠন করতে গেলে ঐ স্টেটের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে, যা তারা মিডিয়াতে দেখতে পেয়েছে যুগান্তর ৩রা জুন)। ২০২২।একই ঘটনা ঘটেছে অঙ্গরাজ্য জর্জিয়াতে। সেখানও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা মধ্যে চরম অসন্তোষ এবং এক পর্যায়ে মারপিট ও হৈচৈ মধ্যে দিয়ে পণ্ড হয় তথাকথিত কমিটি গঠন প্রক্রিয়া (বাংলাদেশ প্রতিদিন, ১৭ জুন)২০২২,। ২০১১ সালে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বয়স এখন ১১ বছর। যার মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুল সোবহান গোলাপ কর্তৃক দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রান্ড হায়াৎ হোটেলে শতাধিক নেতাকর্মীর সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অবিলম্বে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্যে ড. সিদ্দিকুর রহমানকে নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী লংআইল্যান্ড সিটির একটি হোটেলের কনফারেন্স রুম ভাড়া করে তিনি মিটিং আহ্ববান করেন। উদ্দেশ্যমূলক ভাবে তার কতিপয় মাস্তান ও ভাড়াটে সিকিউরিটি দিয়ে সেই মিটিং পন্ড করে দেওয়া হয় যুক্তরাষঠ আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ভাষায়।পরবর্তীতে জ্যাকসন হাইটসে ডাকা কার্য্যকরী কমিটির আরেক সভায়ও তিনি গোলযোগ সৃস্টি করে সভা মূলতবী করেন। অদ্যবদি তিনি সেই মুলতবী সভা আর করেননি এবং সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নুতন কমিটি গঠনের কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেন নাই। বর্তমানে ২০১১ সালে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কমিটির বৈধতা নিয়ে চরম সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। কারন – ১) ঐ কমিটির অধিকাংশ সদস্যই কমিটির শীর্ষ নেতৃত্বের (সিদ্দিক-সামাদ) প্রতি আস্থাশীল নয়। ২০১৮ সালে হিলটন হোটেলের বলরুমে সভাপতি শেখ হাসিনার সামনে হাজার হাজার নেতা–কর্মী ইতিমধ্যেই ‘নো-মোর সিদ্দিক’ ধ্বনি তুলে তাকে বর্জন করেছে এবং কমিটির অনেক সদস্যই ইতিমধ্যে তার পক্ষত্যাগ করেছে, ২) অনেক সংখ্যক সদস্য দীঘদিন যাবৎ অনুপস্থিত বা দেশের বাহিরে বছরের পর বছর অবস্থান করছে এবং ৩) এ ছাড়াও সংগঠনের কনভেনশন অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি তার অধিনস্থ কমিটির কোন সভায় সভাপতিত্ব করলে ঐ কমিটি অটোমেটিক অবলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ জন্মের পর থেকেই এই প্রথা আওয়ামী লীগ অনুসরণ করে আসছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্ষেএেও এরকম ঘটনা সংঘঠিত হয়েছে এবং আজ অবধি সিদ্দিকুর রহমান আর কোন সভায় সভাপতিত্ব করতে পারেননি। সুতরাং এ সকল বিবেচনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির আর কোন বৈধতা আছে বলে তারা মনে করেন না। ডঃ সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে যা কিছু করছেন তা সম্পূর্নই তার মনগড়া, স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্ত নিয়ে তিনি করে থাকেন এবং এর সাথে কার্য্যকরী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির বা হাই কমাণ্ড কারোই কোন সম্পর্ক নাই বলে বিক্ষোভদের দাবী।যেমন অতি সম্প্রতি তিনি দেশে পদ্মা সেতুর উদবোধনের দিন বিশ্ব ব্যংকের সামনে আনন্দ সমাবেশ করার কমসূচী দিয়ে প্রচার শুরু করেছিলেন। যা ছিল অত্যঘাতি । অবশ্য পরবওীতে নেতা-কমীদর চাপের মুখে সেই কমসূচী বাতিল করেন এবং স্টেশন ত্যাগ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতা–কর্মীরা ডঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ‘নো-মোর সিদ্দিক’ ধ্বনি তোলার পর থেকে আজ পর্যন্ত সকল অসাংগঠনিক, অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও দলের নীতি ও আদর্শ বিরোধী কাজের কারনে দলের হাই কমাণ্ডের সাথে তার কোন প্রকার যোগাযোগ নাই বলেই তারা জানান । এমতঃ পরিস্থিতিতে, মেয়াদোত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি গঠন না হওয়ার পূর্বে তার অধিনস্থ বিভিন্ন স্টেট ও সিটির নতুন কমিটি গঠন সম্পূর্ণ অন্যায়, অবৈধ, ও গঠনতন্ত্র পরিপন্থি। যারা স্টেট ও সিটি আওয়ামী লীগের নুতন কমিটি গঠনের অবৈধ প্রক্রিয়া পরিচালনা করছেন তাদের এই প্রক্রিয়া বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বিক্ষোভরত যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্ম ।তারা বলেন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ব্যাতিত এই প্রক্রিয়া বন্ধ না হলে এর জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য ড. সিদ্দিকুর রহমান-আব্দুস সামাদ সম্পুর্ণ দায়ী থাকবে।খবর বাপসনিউজ ।তারা সকলের অবগতির জন্য উল্লেখ্ করেন যে, ২০১৯ সালে কানাডার টরেন্টোতে ড. সিদ্দিকুর রহমান বিভিন্ন স্টেটে নতুন কমিটি গঠন করে ৩৬,০০০ ডলার তুলেছেন নেএীর সামনে এ কথা উল্লেখ করলে নেএী সকলের সামনে তাকে ধমক দিয়ে বলেন “কার নির্দেশে তিনি নুতন কমিটি গঠন করে এত টাকা তূলেছেন? ড. সিদ্দিকুর রহমানকে জননেএী শেখ হাসিনা অবিলম্বে সকল টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। অথচ আজ পর্যন্ত ড. সিদ্দিকুর রহমান সেই টাকা কাউকেই ফেরৎ না দিয়ে নেএীর নির্দেশ অমান্য করছেন এবং অবৈধ কমিটি গঠন করে হাজার হাজার ডলার চাঁদা তুলছেন বলে অভিযোগ করেছেন । তারা ড. সিদ্দিকুর রহমানের এহেন অবৈধ ও অসাংগঠনিক কার্য্যকলাপ থেকে বিরত থাকার জন্যে অনুরোধ জানাচ্ছেন।বাংলাদেশ আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে-বিদেশে দলের মধ্যে নুতন করে অগঠনতান্ত্রিক কাজের মাধ্যমে বিভেদ-বিভ্রান্তি না ছড়ানো এবং ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের কাজ করে চলার জন্য সকলের প্রতি আহ্ববান জানিয়েছন । বিবৃতিদাতা নেএীবৃন্দরা হলেন সর্বজনাব সৈয়দ বসারত আলী, বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রন্জন কর, হাজী শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোস্তাইন দারা বিল্লাহ, ড. খন্দকার মনসুর, ড. সৈয়দ আবু হাসনাত, রমেশ চন্দ্র নাথ, তোফায়েল চৌধূরী, মোহাম্মদ হানিফ, বদরুল হোসেন খাঁন, আইরিন পারভিন, আবদুর রহিম বাদশা,চন্দন দও, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, মনসুর খান, এম এ করিম জাহাঙ্গীর, কাজী কয়েছ আহমেদ, ডাঃ এ বাতেন, মিসবাহ আহমদ, ফরিদ আলম, শরিফ কামরুল আলম হীরা, সাংবাদিক হেলাল মাহমুদ,ওসমান গনি,বিশসজিৎ সাহা,নাসিম পারভীন পারু,সুহাস বডুয়া হাসি,শরাফ সরকার, কায়কোবাদ খাঁন, রেজাউল করিম চৌধুরী, আজাহারুল ইসাম লিটন, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া, গোলাম কুদ্দুস, জালালউদ্দিন জলিল, মোহম্মদ আকতার হোসেন, মঞ্জুর চৌধূরী, খসরুল আলম, রুমানা আকতার, শেখ জামাল হোসেন, আবুল কাসেম ভূইয়া, সিরাজুল ইসলাম সরকার, ইফজাল চৌধূরী, টি মোল্লা, উৎফত মোল্লা, শাহরিয়ার শরীফ,জাহাংগীর কবির,নাদের আলী মাষ্টার, নুরে আজম বাবু, মোঃ জামাল বস্ক, খন্দকার মোহাম্মদ জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন মোল্লা, আতাউর রহমান তালুকদার, শহিদুল ইসলাম, ফরিদা আরভি, একে চৌধূরী, হেলেমউদ্দিন, নূরুল ইসলাম, মোঃ আলীমউদ্দিন, শাহিন কামালী, আজাদুল কবির, রবিউল ইসলাম, শহেব আহমদ, জাহাঙ্গীর আলম চৌধূরী, মাসুদুর রহমান, অমিত হাসান মুরাদ, নুর হোসেন ফরহাদ, আজমান আলী, আলীম উদ্দিন, মামুন হোসাইন, শুপি চৌধূরী, লায়েক আহমদ, মহিবুর রহমান, আমিনুল মোর্শেদ হক, সাঈদউল্লা সাঈদ, সাহে আলম ভূইয়া, মীর কাসেম, মোশারফ হাওলাদার, সাঈদ আলী, আকবর আলী, নূরুল আমীন ভূইয়া, সাফায়েত খান, কোহিনুর বেগম ও শারমিন তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST