জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি সারা দেশব্যাপী আগামী ২০/০৫/২০২২ ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ### নতুন ভোটার হইতে যা যা লাগবে: * জম্ম সাল ২০০৭ হতে হবে। * অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি। * পিতা/মাতার আইডি (NID) ফটোকপি * স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি। * শিক্ষা সনদের ফটোকপি। * রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট। * হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি। #অনুসরণীয়_বিষয়ঃ যাদের জন্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জম্ম সনদ অনলাইন করে নেন। যাদের জন্ম সনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই ভুল আছে তারা অতি দ্রুত সংশোধনের অনুরোধ রইল।