করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ভাষা শহিদ দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৩ টায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ( NGWF ) এর শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন ফকিরের উদ্যোগে এ কর্মসূচি গুলো বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আমিরুল হক আমিন, উদ্ভোধন করেন, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সোলাইমান হক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ মিয়া, সহসভাপতি শাহজাহান মিয়া, মোছাঃ রয়মনি, মোছাঃ মৌসুমি আক্তার প্রমূখ।