কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের স্মৃতি মধুর ঐতিহ্য বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ২০০৩ এস এস সি’র ব্যাচ বনভোজনের ও পূর্ণমিলনী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার (২রা মার্চ) সকাল ৭ টার সময় মংলা, সুন্দরবন, করমজল, পূর্ণমিলনী ও বনভোজনের উদ্দেশ্যে, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মুল ফোটক থেকে বাস ছেড়ে যায় । বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন পেশায় নিয়োজিত, শিক্ষক, বেসামরিক অফিসার, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, ও কেউবা আবার সরকারি কর্মকর্তা, কিংবা ব্যবসায়ী,কেউ বা আবার প্রবাসী। বন্ধুরা সকল কাজ ভুলে এক কাতারে মিলিত হয়। এরপর সেখানে থেকে রিজার্ভ পরিবহনে উদ্দেশ্যে যাত্রা শুরু করে।