বেনাপোল বোয়ালিয়া গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর ও ২২ তম ও নারায়ণপুর নতুনপাড়া গ্রামবাসী উদ্যোগে ৪র্থ তম ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা হাদিস ও কোরআন থেকে খুবই চমৎকার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (১৭ ই মার্চ) নারায়ণপুর নতুনপাড়া গ্রামবাসীর উদ্যোগে ঈদগাহ ময়দানে ও বোয়ালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ প্রঙ্গনে বিশাল ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসর হতে স্থানীয় ওলামায়ে কেরামগনরা মূল্যবান বক্তব্য পেশ করেন, ও এলাকার ছোট সোনামনিরা গজল পরিবেশন।
নারায়ণপুর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা মুফতী আব্দুস সামাদ কাসেমী, শায়খুল হাদীস,নাভারণ বাহারুল উলুম কওমি মাদরাসা ও বোয়ালিয়া প্রধান বক্তা মাওলানা মোঃ মুফতী আবুবকর সিদ্দিক সালেহী,
ঢাকা, বি এ (অনার্স ) এম এ (কামিল) ফিকাহ ফাস্ট ক্লাস।
নারায়ণপুর প্রধান আকর্ষণঃ
বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী কবির বিন সামাদ, পরিচালক, ঠিকানা টিভি ডট প্রেস, ও বোয়ালিয়া ২য় বক্তাঃ সুমিষ্টভাষী তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতী আল আমিন, শিক্ষক, নুরে মদিনা সিদ্দিকীয়া কওমি মাদ্রাসার, ও এতিমখানা।
বোয়ালিয়া বিশেষ বক্তাঃ হযরত মাওলানা খলিলুর রহমান আজাদী, ধমীয় আলোচক মোহনা টিভি, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুফাচ্ছির পরিষদ, সাতক্ষীরা,।
জিকির পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান, (চরমনায়),ও
সাধারণ বক্তাঃ মাওলানা মোঃ ইউসুফ আলী সাধারণ শিক্ষক বোয়ালিয়া মাদ্রাসা পেশ ইমাম বোয়ালিয়া বাজার জামে মসজিদ।
সভাপতিত্ব করেছেন জনাব মোঃ দেলোয়ার হোসেন
মুহতামিম আল-ইক্বরা নিজামিয়া মাদ্রাসার, নারায়ণপুর
এছাড়া আরও অন্যান্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন,