বেনাপোল পৌরসভার অসহায় দুস্থদের পরিবারের মাঝে ১০০ টি ঈদ সামগ্রী বিতরণ করেছে মানবতার মানুষ ফাউন্ডেশন সংগঠন।
রবিবার (৭ এপ্রিল) অসহায় দুস্থদের পরিবারের বাড়ি বাড়ি যেয়ে পরিবারের হাতে তুলে দেন এ ঈদ সামগ্রী
এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবতার মানুষ ফাউন্ডেশনের সভাপতি, রিপন হোসেন
মানবতার মানুষ ফাউন্ডেশনের সভাপতি, রিপন হোসেন বলেন, মানবতার মানুষ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যে সংগঠন মানুষ মানুষের কল্যাণে কাজ করে থাকে।রক্তশুণ্য রোগীদেরকে রক্ত দিয়ে জীবণ বাঁচানোর মত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এই কল্যাণমুলক প্রতিষ্ঠানটি।
প্রত্যেকটি মহৎ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
মানব মানবতার মানুষ ফাউন্ডেশন এর সহ-সভাপতি আব্দুল্লাহ বলেন,সবসময়ই আর্ত মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থাকে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটু সেবা করতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি। সামর্থ্য অনুযায়ী আমরা নিজেদের অর্থায়নে সমাজে পিছিয়ে পড়া অসহায় দারিদ্র মানুষের জন্য আমরা সমাজসেবা কাজ করে থাকি ।
মানবতার মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, মুস্তাফিজুর রহমান বলেন, এই সংগঠনের সকল সদস্য সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, সমাজের মানবিক উন্নয়নে এই সংগঠন বিশেষ ভূমিকা রাখবে।
আরও বলেন, শুধু মাত্র ঈদ উৎসবে না সংগঠন টি সমাজের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, রক্তদানসহ বিভিন্ন দায়িত্ব পালনেও ভূমিকা রাখে, তাই আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি আপনারা নিজ নিজ জায়গা থেকে এই সংগঠন কে সহায়তা করুন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন,
সভাপতিঃ-মোঃ রিপন হোসেন,সিনিয়র সহঃ সভাপতি:-মোঃআব্দুল্লাহ হোসেন,
সহঃ সভাপতি কিরন শেখ
সাধারণ সম্পাদক:- মোস্তাফিজুর রহমান মোস্তফা যুগ্মসাধারণসম্পাদক-ইমরান শেখ।সাংগঠনিক সম্পাদক:মোঃ জাহিদ অর্থ সম্পাদক:- জিয়াউর রহমান উজ্জল
দপ্তর সম্পাদক:-নুর।
সহঃ দপ্তর:-সুজন।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:- সফি।সদস্য:- মোঃ তাহছিন আহম্মেদ,আকবার,আরিফ,ইস্রফিল,বিল্লাল,আব্দুর।