কামাল হোসেন. বেনাপোল প্রতিনিধিঃ আসন্ন ঈদের কেনাকাটায় বেনাপোলে বিপণী বিতানগুলো জমে উঠেছে নানা শ্রেণির ক্রেতাদের সমাগমে।
মহামারী করোনাসহ নানা প্রতিকুলতায় দু’বছর ‘ব্যবসায়িক লোকসানের’ পর এবার ‘ভালো ব্যবসার’ আশায় নতুন নতুন ডিজাইনের বাহারী পোশাকে বিপনী বিতানগুলো সাজানো হয়েছে।
এফ আর ইলেকট্রনিক্স,এর
স্বত্বাধিকারী, আল-আমিন মাহামুদ (মিলন) বলেন, এবার ঈদকে সামনে রেখে আমাদের মার্কেটে ব্যতিক্রম ভাবে সাজাইয়াছি, এই ঈদে আমাদের মার্কেটের নাম দিয়েছি গোল্ডেন গলি।
এই গোল্ডেন গলির ভেতর থেকে ক্রেতা ৫০০ টাকার পণ্য ক্রয় করলে লটারির মাধ্যমে আকর্ষণীয় ৩২ টি পুরস্কার আছে, পুরস্কার গুলো ব্যবস্থা করেছেন সাইমেক্স ফ্যাশন, দিঘি ফ্যাশন, খুশি ফ্যাশন, তামিম ফ্যাশন, অংকন ফ্যাশন, নিরব ফ্যাশন, পপি গার্মেন্টস আলিশা ফ্যাশন, বৈশাখী জুয়েলার্স, তানিশা গার্মেন্টস, এফ আর ইলেকট্রনিক্স, ও জামান বিকাশ কর্নার।
তিনি আরও বলেন, প্রথম পুরস্কার থাকছে এলইডি টিভি ও একটি এন্ড্রয়েড ফোন সহ সর্বমোট ৩২ টি পুরস্কার রয়েছে রেফেল ড্র অনুষ্ঠিত হবে ঈদের চাঁদ রাতে।