দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মুহসিয়া তাবাসসুম, সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সেকেন্দার আলী ও আব্দুর রশিদ প্রমূখ।