বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি Logo নলডাঙ্গায় অটো উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু Logo অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতবিনিময় সভা  Logo মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় বাংলাদেশী নির্মান শ্রমিক নিহত Logo যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পন্য আটক Logo যশোর ৪৯ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন ধরনের পন্য আটক Logo বেনাপোল সীমান্তে অভিযানে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি Logo অভয়নগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ছাত্রদলের বৈশাখী শুভেচ্ছা র‍্যালি  Logo নিউজ গার্ডেন এর সম্পাদক কামরুল হুদার শাশুড়ির মৃত্যুতে, সাংবাদিক মহলের শোক Logo ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল ও চৌগাছা সীমান্তে  ছয় লক্ষ সাত চল্লিশ হাজার ৯৩০ টাকার ভারতীয় মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বরগুনার বেতাগীতে প্রভাবশালী সাবেক অতিরিক্ত সচিব রেজাউল করিম সিন্ডিকেটের নিঃসংশতায় নিঃশ্ব একটি পরিবার।

Reporter Name / ৫০৪ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

 বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগীতে জমি-জমা বিরোধ নিয়ে সৎ ভাই কতৃক মিথ্যা মামল ও প্রান নাশের হুমকি প্রদান করেন, অভিযুক্ত সৎ ভাই সাবেক অতিরিক্ত সচিব খান মোঃ রেজাউল করিমের সাথে তার সৎ ভাই মোঃ আরিফুর রহমান খানের সাথে দীর্ঘ দিন যাবৎ পৈত্রিক জমিজমা ভাগ বন্টন নিয়ে তীব্র বিরোধ চলে আসছে। যদিও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব হওয়ায় তার পর্যাপ্ত টাকা ক্ষমতা ও দক্ষ জনবল দ্বারা সামাজিক ও রাষ্ট্রীয় সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে তারা ধারাবাহিক ভাবে বঞ্চিত হচ্ছে। অভিযুক্ত প্রভাবশালী সচিব সিন্ডিকেট দ্বারা পৈতৃক সহায় সম্পত্তি নিজেদের ইচ্ছা ও পছন্দ মতন একচেটিয়া ভাবে ভোগ দখল করার জন্য গত ৩-১১-২০২৩ খ্রি বিকেল ৫ ঘটিকার সময় মোঃ আরিফুর রহমান খান কে পৃর্বক পরিকল্পিত ভাবে ঢাকার পল্টন এলাকার বাসস ভবনের সামনে থেকে ভাড়াটিয়া খুনি দ্বারা জোর পৃর্বক গাড়িতে তুলে নিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ক্রমে দৌড়ে অন্যত্র পালিয়ে গেলে উক্ত পরিকল্পিত হত্যা চেষ্টার বিষয়টি বিভিন্ন স্হানে জানা জানি হলে পরিকল্পিত হত্যা চেষ্টার বিষয়টি কঠোর ভাবে ধামাচাপা দেওয়ার জন্যমোঃ আরিফুর রহমান খানের ব্যাক্তিগত মুঠোফোন যাহার নাম্বার (+৮৮০১৮১৯০৬৭০৮২) উক্ত নাম্বারটি প্রযুক্তিগত ট্রাকিংয়ের মাধ্যমে গতিবিধি অবস্হান নির্নয় করে হত্যা চেষ্টার বিষয়টি কঠোর ভাবে ধামাচাপা দেওয়ার জন্য মোঃ আরিফুর খান কে পুর্নরায় ঢাকার উত্তরার এক নিকটস্থ আত্মীয়োর বাসা থেকে জোর পৃর্বক ধরে নিয়ে রাজধানীর  ধানমন্ডি এলাকার মুক্তি ক্লিনিকে জোর পৃর্বক দুই মাস আটকে রাখে এবং অচেতন করার জন্য ইনজেকশন পুশ করে এবং নানা ভাবে নির্যাতন করে । অপহরণ কালীন সময়ে তার ঘনিষ্ঠ কোন আত্মীয়-স্বজনের সাথে শত অনুনয় বিনয় করেও দেখা করতে দেয়নি, প্রভাবশালী সাবেক অতিরিক্ত সচিব রেজাউল এবং তার সহযোগী সদস্যরা। জমিজমা সংক্রান্ত শালিশী মীমাংসায় বিজ্ঞ সালিশ গনের উপর তার অতিরিক্ত সচিবিক প্রভাব সৃষ্টি করে । সালিশি চলাকালীন সময়ে রেজাউল করিম ও তার সহযোগীরা মোঃ আরিফুর রহমান খান কে বহু বার হুমকি-ধামকি প্রদান করে। জমি জমা সংক্রান্ত সম্পূর্ণ মীমাংসা হয়েছে তার ইচ্ছা ও পছন্দকে সর্বাধিক প্রাধান্য দিয়ে। তার ইচ্ছা ও পছন্দের অমিল হলেই মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে। তার কঠোর নির্মমতার অংশ হিসেবে গত ২১-০৩-২০২১ খ্রি তিনি ও তার সহযোগীদের নিয়ে জোর পৃর্বক ভয়রভীতি প্রর্দশন করে আমি ও পরিবারের অনন্য সদস্যদের কাছ থেকে গোপনে স্বাক্ষর নিয়ে একটি সম্পর্ন অবৈধ ভাগ বন্টন নামা দলিল রেজিস্ট্রি করে উক্ত দলিলে মানসিক ভারসাম্যহীন সৎ ভাই মোঃ আব্দুর রহমান লোটাস ও তার শয্যাসায়ী বৃদ্ধ মা মোসাঃ অকলিমা বেগমের প্রাপ্য জমির অংশ জোর পৃর্বক বাদ দিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেয়, যাহার রেজিস্ট্রি – নং ৭১৮/২০২১ তারিখ, ২৬-১২-২০২১ সাব-রেজিস্ট্রি অফিস বেতাগী বরগুনা । অভিযুক্ত রেজাউল করিম কর্তৃক পৈর্তৃক জমি জমা ভাগ বন্টনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ বাবদ সম্পূর্ণ ভিত্তিহীন ৪২ লক্ষ টাকা পাওনার হিসাব দাখিল করে টাকা পরিশোধেৱ ক্ষেত্রে টাকার পরিমাণ জমিদিয়ে পরিশোধ করতে হবে অন্যথায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে চাপ প্রয়োগ করেন । উক্ত ৪২ লক্ষ টাকাৱ ভিত্তিহীন হিসাব যাদের প্রতি তিনি দাখিল করেছেন তাদের মধ্যে এক জন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সনদ প্রাপ্ত সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন মানসিক ভার সাম্যহীন ওয়ারিশ মো : আবদুর রহমান লোটাস। সম্প্রীত গত ০৪-০৬-২০২৪ খ্রিঃ রেজাউল করিম বেতাগী পৌরশহরের পৈতৃক যৌথ বাস ভবনে চলাচলের গুরুত্বপৃর্ন একটি কক্ষে অন্যন্য সদস্যদের জোর পৃর্বক ৮ দিন যাবৎ তালা বদ্ব অবস্থায় অটকে রাখে পরে স্থানীয়দের কঠোর অনুরোধে বদ্ব কক্ষের তালাটি খুললেও তিনি জানান পরর্বতীতেও এভাবে পুনরায় তালা বদ্ব করা হবে কিন্তু তা পুলিশের মাধ্যেমে । অবশেষে ভুক্তভোগীরা জানান বর্তমানে আমরা প্রভাবশালী প্রতিপক্ষের দ্বারা জীবন মূত্যেুর সন্ধিক্ষনে অবস্হান করছি। এমতাবস্থায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ ছারা আমাদের বেচেঁ থাকার বিকল্প কোন পথ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST