নিজস্ব প্রতিবেদক। ভোলা সদর উপজেলায় ১০ নং ভেলুমিয়া ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের টোমচর গ্রামের আলতাফ বাউলীর ছেলে মোহাম্মদ রুহুল আমিন, প্রতারণা করে ভুয়া ঠিকানায় চাকরি করেন আনসার বাহিনীতে আনসার সদস্য হিসেবে। রুহুল আমিন, এর জন্মস্থান ও ন্যশনাল আইডি কার্ড টুমচরের।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতারণার মাধ্যমে ভূয়া ঠিকানায় চাকরি করেন। আনসার সদস্য, রুহুল আমিন চাকরি করেন জাকির হোসেন নামে পিতা, আলতাজুর রহমান, মাতা, কুলসুম বিবি। প্রতারনার, ঠিকানা, দক্ষিণ পলাশ পুর, ৫নং ওয়ার্ড, থানা কাউনিয়া, জেলা বরিশাল। স্থায়ী ঠিকানা, মোহাম্মদ রুহুল আমিন এর কর্মস্থান ও জন্মস্থান। নাম,রুহুল আমিন, পিতা আলতাফ বাউলি, মাতা, সুজাতা বিবি, গ্রাম, টোমচর, ইউনিয়ান ভেলুমিয়া, পোস্ট: চন্দ্র প্রসাদ, থানা ও জেলা ভোলা।বর্তমান কর্মস্থন, আনসার সদস্য হিসেবে ভেলুমিয়া জনতা ব্যাংক। আনসার সদস্য, জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তথ্য জানতে চাইলে তিনি বলতে পারেননা কোন স্কুল থেকে এসএসসি পাস করেছেন এবং কত সালে এস এস সি পাশ করেছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুহুল আমিন জাকির বলেন। ভেলুমিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। খোঁজ নিয়ে জানা যায় এই নামে কোন মাদ্রাসায় ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেলুমিয়ায় নেই। এ যেন চোরের মার বড় গলা। আনসার সদস্য, প্রতারক জাকির, সাংবাদিকদের মুঠোফোনে আনসার হেডকোয়ার্টার দোহাই দিয়ে হুমকি প্রদান করেন এবং বিভিন্ন লোকদের মাধ্যমে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেছেন নিউজ না করার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক, টুমচর গ্রামের একজন ব্যক্তি জানায়। রুহুল আমিন, আনসার চাকরি করেন কিভাবে? তার বাড়ির কাছে জনতা ব্যাংক এ চাকরি করেন?তার নাম রুহুল আমিন চাকরি করেন জাকির হোসেন নামে এভাবে প্রতারণা করে ভুয়া ঠিকানা চাকরি করে যাচ্ছেন, আলতাফ বাউলের ছেলে মো:রুহুল আমিন। ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়ানে প্রতারণা করে, চাকরি করেন ভেলুমিয়া ইউনিয়নের চকিদার আব্দুস সালাম। তার বাড়ি ভেলুমিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের চরগাজী গ্রামের বাসিন্দা। তিনি চৌকিদার হিসেবে চাকরি করেন ভেলুমিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের। কোন দায়িত্ব নেই যেন চেয়ারম্যান ও মেম্বার এর ভেলুমিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড এর জনগণ যাবে কোথায়?ভেলুমিয়া ইউনিয়ান এক নং ওয়াডের জনগণের দাবি চোকিদার হিসেবে ০৬ নং ওয়াডের, চর গাজি গ্রামের আবদুস সালামকে প্রত্যাহার করে ০১ নং ওয়ার্ড এর জনগণ দেখে নিয়োগ চাই।ভেলুমিয়া ইউনিয়ন ০১ নং ওয়ার্ডের সর্ব সাধারন ও জনগনের প্রানের দাবি ।