মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুড়ীতে ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ হামলার শিকার। Logo কালাইয়ে আ.লীগের কর্মী ও কিডনির দালাল উপজেলা কৃষকদলের সদস্য, এলাকায় সমালোচনার ঝড় Logo কালাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত Logo বেতাগীতে শারমিনের অপকর্মে অতিষ্ট এলাকাবাসী Logo মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ  Logo নেত্রকোণায় বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কতৃক অনুমোদিত গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬)গঠন Logo ময়না তদন্তের জন্য বিএনপি নেতা আব্দুল আলীম এর লাশ উত্তোলণ Logo পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির কাউন্সিলরের ছেলেকে আ. মি.লি কাউন্সিলরের বাতিজার হত্যার চেষ্টা Logo সাপাহার মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।।
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

পূর্ব শত্রুতার জেরে জমি জবর দখলসহ নানা ধরনের অভিযোগ

Reporter Name / ৯০১ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জেরে জমি জবর দখলসহ নানা অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ আব্দুল মালেক তার প্রতিপক্ষের বিরুদ্ধে। নানা অনিয়ম অভিযোগে জানান,হামলা-মামলা, চাঁদা দাবি ও পরিকল্পিতভাবে নিজ মালিকানা জমি জবর দখলের পায়তারা করে আসছে নানা কলে-কৌশলে দীর্ঘদিন ধরে। গত ২১জুলাই,২০২৩ সকাল ৮টায় জমিতে অনধিকার প্রবেশ করিয়া টিনসেড ঘরবাড়ী নির্মান কাজ শুরু করে।সাং- সুরাবাড়ী,কাশিমপুর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ,গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিবাদীরা হলেন,১/মোঃ আরফান গোপাল (৫০), ২। মোঃ জাহাঙ্গীর (৪৫), উভয় পিতা-মোঃ রহম উদ্দিন, মাতা-অজ্ঞাত, উভয় সাং- সুরাবাড়ী, ০৫নং ওয়ার্ড,৩। মোঃ ইদ্রিস মোল্লা (৪৫),পিতা- মৃত হোসেন মোল্লা, মাতা-অজ্ঞাত, সাং-বারেন্ডা, ০৩ন ওয়ার্ড,৪। মোঃ ওসমান (৫০), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-সুরাবাড়ী, ০৫নং ওয়ার্ড, সর্ব থানা- কাশিমপুর,গাজীপুর মহানগর সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে বাদী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগসূত্রে ভুক্তভোগী জানান,২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা চাঁদা দাবি। টাকা দিতে অস্বীকার করিলেবিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান সহ নানা রকমের ক্ষয়ক্ষতি ও নানা অভিযোগে অভিযোগ করে। ঘটনাক্রমে,সুরাবাড়ী মৌজাস্থিত সুরাবাড়ী সাকিনে সিএস-১০নং,এসএ-৩১নং,খতিয়ানভূক্ত এসএ-৩নং দাগে চালা জমি ৫৬ শতাংশ। ইহার কাতে ১২শতাংশ জমি আমি মালিক মালেকা বেগম। হেবা ঘোষনাপত্র,যাহার দলিল নং-২৪৫০০,তাং-২৪/০২/১১ ইং মূলে মালিক নিযুক্ত হইয়া সরকারী বিধি মোতাবেক জমাভাগ ও নামজারী,খাজনা খারিজ পরিশোধ করিয়া সীমানা নির্ধারন করতঃ শান্তি পূর্নভাবে ভোগদখল করিয়া আসিতেছে। উল্লেখিত বিবাদীরা বেশ কিছুদিন যাবৎ ধরিয়া আমাদের উক্ত জমি জবর দখলের পায়তারা করিতেছে। বাদী অভিযোগে আরো জানায়, বিবাদীগন আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং বলে যে, তাহাদের চাঁদা দাবী অনুযায়ী নগদ টাকা না দিলে আমাদের উক্ত জমি জোরপূর্বক দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিতভাবে তাহাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীগণ সহ বেআইনী জনতাবদ্ধে,দেশীয় অস্ত্র সপ্নে সজ্জিত হইয়া ধারালো রামদা, চাপাতি,দা,লোহার রড,বাঁশের লাঠি সোটা নিয়া সকাল ৮টায় আমাদের জমিতে অনধিকার প্রবেশ করিয়া টিনসেড ঘরবাড়ী নির্মান কাজ শুরু করে। তখন আমার মাতা মালেকা বেগম (৬৫),বিবাদীদের নির্মান কাজে বাধা প্রদান করিলে বিবাদীরা উত্তেজিত হইয়া আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্ষিপ্ত ও চড়াও হয়ে আমার মাকে এলোপাথারী মারপিট করিয়া আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ-সময় পার্শ্ববর্তী মোঃ সাগর,সাহাজউদ্দিন,মোসাঃ সাহারা আমার মাকে বাঁচানোর জন্য আগাইয়া গেলে বিবাদীরা তাহাদেরকেও এলোপাথারী মারপিট করে। ভুক্তভোগী আরো দাবী করে,বিবাদীরা আরো বলে সম্পত্তি দখলে কোন বাধা বিঘ্নতা ঘটালে আমি ও আমার পরিবারের সদস্যেদের ভবিষ্যতে প্রয়োজনে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। ভুক্তভোগী অসহায় নিরুপায় পরিবার ঘটনার বিষয়ে নিরাপত্তাহীনতা,ভয় আতংকে অনাকাঙ্ক্ষিত,অঘটন জীবনঝুঁকিতে আছে প্রতিনিয়ত। সঠিক তদন্ত ও বিচারের আকুল আাশায় ও দাবিতে আশেপাশের লোকজন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়েছেন। সমাধানে থানায় অভিযোগ দায়ের প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে যথাযথ উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহনে যথাযথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা ও হস্তক্ষেপ ও সাংবাদিকদের সহযোগিতা হস্তক্ষেপে উপযুক্ত সমাধান আশা করছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST