মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতীতে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুরুল হক। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। একজন সমাজসেবক হিসেবে তার রয়েছে যতেষ্ট খ্যাতি। শিক্ষক হিসেবেও তার ছিলো যথেষ্ঠ সুনাম। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে স্থানীয় অনন্ত মার্কেট চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলাকে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার প্রার্থী হয়েছি। দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছি। যেখানে যাই সেখানেই মানুষ সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আশা করি বিপুল ভোটে বিজয়ী হবো আমি। আমি বিজয়ী হলে এমপি ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে এ উপজেলার যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।