নেত্রকোণা প্রতিনিধি —
‘ আমরা নারী আমরা পারি ‘-এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও জয়ীতা এ্যাওয়ার্ড -২০২২ এ পুরস্কৃত হয়েছেন বিভিন্ন ক্যাটাগরির নারী।এ বছর দুই ক্যাটাগরিতে জয়ীতা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এ্যাওয়ার্ড পেয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। আই সিটি ডিভিশনের সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইম্যান কমার্স এন্ট্রিপ্রিমিয়ারশীপ সামিট -২০২২ এ বেস্ট ইন গভর্নমেন্ট এ্যাডমিনিস্ট্র্যাশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এই পদক ও সার্টিফিকেট তুলে দেন। জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের পক্ষে এ পদক গ্রহণ করেন তাঁর স্বামী আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক। জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ শ্রেষ্ঠ সরকারি প্রশাসনের এ্যাওয়ার্ড পাওয়ায় জেলার সরকারি – বেসরকারি সকল স্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। সকলেই তাঁর মঙ্গল কামনা করছেন।
জয়ীতা এ্যাওয়ার্ড -২০২২ এ পুরষ্কৃত হওয়ায় জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ কে ২০ অক্টোবর (বৃহস্পতিবার) তাঁর কার্যালয়ে’ বাংলাদেশ প্রেস ক্লাব’ নেত্রকোণা জেলা শাখার সদস্যবৃন্দ ফুলেল শুভেচছা জানান।