Update :
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ
Share
স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।।১১ই জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন দালাল চক্রের সদস্যকে আটক করে চমেক হাসপাতালের আনসার সদস্যরা।তাদের চমেকের পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটককৃতরা হলঃ- বহদ্দারহাটের সাইফুল ইসলাম(৩৫),রাউজনের সুজন সিংহ(২৭),চকবাজার ডিসি রোড়ের গোলাম কিবরিয়া(২৫)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম আশিক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা শহরের বিভিন্ন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।চমেকে ভর্তিকৃত রোগীদের নানা ধরণের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে পাঠান সেখানে নিয়ে গিয়ে অতিরিক্ত টাকা আদায় করে এবং নানা হয়রানি করেন।সকাল ৭ টায় দালাল চক্রের সদস্যের ৩জনকে আটক করে চমেকের আনসার সদস্যরা তারা পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।