ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা গজারিয়ায় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মোঃনবীর হোসেন।
মোঃনবীর হোসেন এর পূর্বে মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে থানায় কর্মরত ছিলেন,এদিকে ভবেরচর হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির সদ্য বদলী হওয়া মোঃ শাহ জালাল বাবুলকে ঢাকা সিআইডিতে ন্যস্ত করা হয়েছে।
নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে মোঃনবীর হোসেন বলেন,ইনশাআল্লাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩কিলোমিটার এলাকা যানজট মুক্ত রাখবো এবং কোন প্রকার মহাসড়কের ছিনতাই এবং রোড ডাকাতি বন্ধে কাজ করব।তিনি আরো বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাতে যে সমস্ত দোকান অবৈধ ভাবে গড়ে উঠছে,ইনশাআল্লাহ সেসব উচ্ছেদ করা হবে।