উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধি:খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বাংলা ভাষা কলেজে ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে ৪ তলা ভিতসহ একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন মাননীয় অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। শুক্রবার (৮ই মার্চ) সকালে তিনি এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন।উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও মো.তাজ উদ্দিন,ওসি মোজাহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এদিকে গত (৭ই মার্চ) বিকেলে উপজেলার পাকেরহাট উন্মুক্ত মঞ্চে (গ্রোয়ার্স মার্কেট) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয় কে বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত। এসময় আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা/প্রতিষ্ঠান ফুলেল শুভেচছায় সিক্ত করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এরআগে মাননীয় অর্থ মন্ত্রী নিজ আসন,দিনাজপুরের খানসামা উপজেলায় আগমনে জেলা প্রশাসন ও পরিষদ,উপজেলা প্রশাসন ও পরিষদ,পুলিশ,বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও বিভিন্ন দপ্তর তাকে ফুলেল শুভেচছা জানান।এরপর সালামী গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত।