ভ্রাম্যমান প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দক্ষিণপাড়া গোরস্থান কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ড বাজারের সান মুন শিশুপার্কে দোয়া ও ইফতার মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উথলী দক্ষিণপাড়া গোরস্থান কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজমুল হুসাইন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন সন্টু। এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ আরিফুল হক, দাতা সদস্য শরিফ উদ্দিন, নির্বাহী সদস্য আমিনুর রহমান নয়ন, মাহমুদ হাসান জেবা, ওমর ফারুক কমল, আমিনুল ইসলাম, এনামুল হক স্বাধীন, শাহিন আলম ও রায়হান উদ্দিন।