বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোড মুখ সংলগ্ন শাহ আমানত বিরানী হাউজ প্রঃ মোল্লার বিরানীর দোকান এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ। ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় এএসআই/ রসুল আহম্মেদ ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৯/০৪/২০২৪ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোড মুখ সংলগ্ন শাহ আমানত বিরানী হাউজ প্রঃ মোল্লার বিরানীর দোকান এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী কিরনময় চাকমা (২৩) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ-কিরনময় চাকমা (২৩), পিতা-সুরোধন চাকমা, মাতা- ববিতা চাকমা, সাং- নতুনপাড়া, মারিশ্যা, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।