বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

“অসম উন্নয়ন চুক্তি বাতিলের দাবিতে শান্তিনগর বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ কর্মসূচি পালন “

Reporter Name / ৭৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪:০১ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শান্তিনগর বাজার। যা আমিনবাগ কো অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের অধীনস্থ। আমিনবা কো অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেড এর সভাপতি মুজিবুল হক এবং সম্পাদক লোকমান হোসেন। ২৩ শে অক্টোবর ২০২২ রাতের আধারে মুজিব –লোকমান কমিটির উন্নয়ন চুক্তির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং শেয়ারহোল্ডারদের জমি ব্যাহাত ও উচ্ছেদের শিকার দোকান মালিকগণ আজ ১৭ জুলাই সোমবার তথাকথিত অসম উন্নয়ন চুক্তি বাতিলের দাবিতে। শান্তিনগর বাজার দোকান মালিক সমিতি এক যৌথ–সভা আয়োজন করেন। মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সিরাজুল হক বাবু সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শান্তিনগর বাজার মালিক সমিতির দুইবারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি ইমাম হোসেন কানন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবুল কালাম শামসুদ্দিন, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, এবং আরো অনেক শেয়ার হোল্ডার ও দোকান মালিক সমিতির কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন অনেক অতিথিবৃন্দ। দোকান মালিক সমিতি এবং শেয়ারহোল্ডারেরা বলেন। রাতের আঁধারে আমিনবাগ কো -অপারেটিভ মার্কেট সোসাইটির লিমিটেডের সভাপতি মুজিবুল হক এবং সম্পাদক লোকমান হোসেন নিজের স্বার্থ হাসিলের জন্য এবং কোটি কোটি টাকা আত্মসাৎ এর উদ্দেশ্যে দোকান মালিক সমিতি এবং শেয়ার হোল্ডাদের সাথে কোন ধরনের আলোচনা না করেই বিভিন্ন ডেভলোপারের সাথে চুক্তি করে শান্তিনগর বাজার এ বহুতল মার্কেট নির্মাণ করার চেষ্টা এবং সিদ্ধান্ত নেন। দোকান মালিক সমতি জানান, যা আইন বহির্ভূত এবং আইন পরিপন্থী। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন। শান্তিনগর বাজার দোকান মালিক সমিতির স্বার্থ রক্ষার দায়ভার আমিনবাগ কো –অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সভাপতি মুজিবুল হক এবং সম্পাদক লোকমান হোসেনকে নিতে হবে। এবং ডেভলপার কোম্পানির সহিত, সমতির নিজস্ব জমিতে ডেভলপারের মাধ্যমে মার্কেট কাম কমার্শিয়াল/ আবাসিক ভবন নির্মাণের সময় শান্তিনগর বাজারের দোকান মালিক ও শেয়ার হোল্ডার সাথে বাস্তবমুখী চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা। শান্তিনগর বাজার দোকান মালিক সমিতির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন এবং কর্মসূচি চলমান রাখবেন বলে বক্তব্য ব্যক্ত করেন। অপরদিকে আমিন বাগ কো–অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেড এর সভাপতি মুজিবুল হক এবং সম্পাদক লোকমান হোসেন জানান, আমাদের নামে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণীত। আমরা শান্তিনগর বাজার মালিক সমিতির সাথে সকল প্রকার আলোচনা করি এবং বাজারের উন্নয়নের লক্ষ্যে ডেভলপার কোম্পানি সহিত সমতির নিজস্ব জমিতে ডেভলপারের মাধ্যমে মার্কেট কাম কমার্শিয়াল /আবাসিক ভবের নির্মাণের চুক্তি স্বাক্ষর করি। এবং এর স্বাক্ষর করার সময় শান্তিনগর বাজার মালিক সমিতি এবং শেয়ার হোল্ডারগণ স–শরীলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST