মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি যশোরের অভয়নগরে প্রায় দুই ঘণ্টা যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহনশ্রমিকেরা। সড়ককে হাইওয়ে পুলিশের অহেতুক হয়রানি ও মামলার কারনে এ বিক্ষোভ করেন তাঁরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। পরে পুলিশের সঙ্গে সমঝোতার পর পরিবহনশ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরিবহনশ্রমিকদের অবরোধ কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটে কয়েক কিলোমিটার পার হন। স্থানীয় লোকজন ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে উপজেলার মজুমদার মিলের সামনে যশোর থেকে নওয়াপাড়াগামী একটি প্রাইভেট গাড়ির সাথে বাসের সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।এই সময় একটি বাস ও একটি ট্রাকের বেগতিক গতি ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স সঠিক না থাকার কারণে বাস ড্রাইভারকে ২ হাজার ৫ শ টাকা এবং ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এর জের ধরে নওয়াপাড়া ট্রাক টার্মিনালের শ্রমিকেরা সকাল ১০ টার দিকে নওয়াপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা জানান, সড়কে পুলিশ কর্তৃক হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি করার প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবরোধ করেছে। এদিকে দুপুর ১২ টার দিকে পরিবহন শ্রমিকদের একদল প্রতিনিধিদের সাথে অভয়নগর থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বেলা বারোটার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন,সোমবার সকালে সড়ক দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ কর্তৃক যানবাহনের কাগজপত্র ও গতিসীমা নিয়ন্ত্রণ করা হয়।এ সময় একটি ট্রাক ও বাসের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদেরকে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। ওসি বলেন,এ ঘটনার জেরেই অবরোধ করেছে পরিবহন শ্রমিকেরা।পরবর্তী সময়ে শ্রমিক নেতাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হয়।বেলা ১২ টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।