বিশেষ প্রতিনিধি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিনের ওপর ‘নির্মম ও বর্বর’ নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আগামী ৫ অক্টোবর,রবিবার, নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) সামনে মানব বন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখা। অভিযোগ অনুযায়ী, অনিয়মের বিরুদ্ধে দালিলিক অভিযোগ ও সংবাদ প্রকাশের পর সাংবাদিক মহিউদ্দিনের ওপর এই অমানবিক নির্যাতন চালানো হয়। বলা হচ্ছে, নেত্রকোণা জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (ADC) এবং কেন্দুয়া উপজেলার ইউএনও (UNO)-এর উপস্থিতিতে কিছু মানুষ পরিকল্পিতভাবে এই ‘সন্ত্রাসী হামলা’ চালায়। সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আগামী ৫ অক্টোবর , রবিবার, সকাল ১১টায় নেত্রকোণা ডিসি অফিসের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হবে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন , সাংবাদিকের ওপর এমন নির্মম, নিষ্ঠুর, বর্বর ও অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সাংবাদিক নির্যাতনে কোনো ছাড় নাই।’ সাংবাদিক মহিউদ্দিনের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা ঐক্যবদ্ধভাবে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।