শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা পৌরসভাধীন মোক্তারপাড়া সাকিনস্হ পৌরসভার বিপরীত পার্শ্বে আরামবাগ মোড়গামী রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তায় অটোরিক্সাসহ চোর চক্রের সক্রিয় সদস্য কুখ্যাত চোর মোশারফ হোসেন (২৮) কে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা পুলিশ। গত ১৭ অক্টোবর, শুক্রবার স্হানীয় লোকজন চোরসহ অটোরিক্সা আটক করে প্রহার করছে মর্মে ঘটনার সংবাদ থানায় প্রাপ্তির পর নেত্রকোণা মডেল থানা অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ এর নির্দেশ মোতাবেক সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১২.৩০ ঘটিকায় এস আই মোহাম্মদ আলমগীর মনসুর জনগণের সহায়তায় আটক করেন। জানা যায়,কুখ্যাত চোর মোশারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯ টি চুরির মামলা রয়েছে। উল্লেখ্য, কুখ্যাত চোর মোশারফ (২৮) সদর থানাধীন দিগজান পাটলী ভিটার ইসলাম উদ্দীনের ছেলে।ঐদিন এস আই মোহাম্মদ আলমগীর মনসুর ও তার সঙ্গীয় ফোর্স চোরের নিকট হতে ১ টি সবুজ রঙের ৮ সিট বিশিষ্ট পুরাতন ব্যাটারী চালিত অটোরিক্সা যার নেত্রকোণা পৌরসভার নিবন্ধন নং -০৪৬৩, পিছনের বাম্পারে SANDI লেখা উদ্ধার করে। আটককৃত চোর মোশারফ কে উৎসুক জনতা প্রহার করায় আসামীকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাগ্রহণ শেষে থানা হাজতে আটক রাখে। পরে ঘটনার বিষয়ে জব্দকৃত অটোরিক্সার মালিক সদর থানাধীন হোসেনপুর এলাকার আবুল কাশেমের ছেলে আবুল খায়ের (৪০) থানায় এসে উল্লেখিত গ্রেফতারকৃত থানা হাজতে আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ উক্ত মামলা রুজু করে এস আই মোহাম্মদ আলমগীর মনসুর এর উপর তদন্তভার অর্পণ করলে তদন্তশেষে আসামী মোশারফ কে নেত্রকোণা থানার মামলা নং ২৬, ধারা- ৩৭৯ দ: বি: মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।