মোঃ রিপন হাওলাদার (বেতাগী উপজেলা প্রতিনিধি): সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হোসনাবাদ ইউপি চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায়. ১৮ই এপ্রিল এই পদটি শূন্য ঘোষণা করা হয়। আসন্ন উপ-নির্বাচনে শূন্য পদে চেয়ারম্যান ৪ জন চুরান্ত প্রার্থীরদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেতাগী উপজেলা নির্বাচন অফিসে হোসনাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার স্বপন সিকদার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন। আসন্ন উপ-নির্বাচনে সকলেই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থীরা হলেন, আ.ক.ম. ফজলুর রহমান খান তিনি পেয়েছেন মটরসাইকেল প্রতীক, কাজী মোঃ শাহ আলম. তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক , মুহাম্মদ হাফিজুর রহমান. পেয়েছেন অটোরিকশা প্রতীক ও মোঃ আসাদুজ্জামান রিপন পেয়েছেন অনারস প্রতীক। প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিলো ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই প্রার্থীদের আড়পিলের শেষদিন। ৯ জুলাই সেই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রতাহার করতে পারবেন এবং ১১জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণার পর সর্বশেষ ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।