মো:সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলায় বদলাগাড়ী গ্রামের এক বাড়িতে ভয়ানক বিজলী পড়ার ঘটনা ঘটে।মায়ে কথা শুনার ফলে বেঁচে যায় সাজ্জাদ (২০)।সাজ্জাদের বাবা একজন সেনাবাহিনী।তিনি ঢাকায় থাকেন। সাজ্জাদ বলেন, আম্মুর কথা অমান্য করলে আজ হয়তো আমি লাশ হয়ে কবরে শুয়ে থাকতাম। রাত ২ টার দিকে ভুমিকম্প বুঝতে পেরে লাফ দিয়ে উঠে আম্মু কাছে যাই। পরে ফ্রীজের ঠান্ডা পানি খেয়ে আমার রুমে যেতেই আম্মু বলে বাবা ও রুমে আর ঘুমাস না। অন্য রুমে ঘুমা আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো। তারপর ১৫/২০ মিনিট পর এমন ভাবে বিদ্যুৎ চম্কাইয়া কারেন্টের তারের সঙ্গে এটাস হয়ে আমার রুম আর আম্মুর রুম পুরাই সাদা হয়ে গেলো। পরে আম্মু ও ছোট বোন, অন্য সেই রুমে আসলো। পরে এমন ২ বার হয়ে ২ রুম আগুন এর মতো আলো ভিতরের দরজা দিয়ে আগুন অন্য রুমে যায়। আমি যেখানে সুয়ে থাকি আমার রুমে ফ্যানের কয়েল,এলইডি টিভি ও কাড আউট পুড়ে গিয়েছে।আজ যদি আম্মুর কথা অমান্য করে আমার বিছানায় আমি থাকলে শেষ হয়ে যেতাম। এমনি আমার বিপদ সব পাশে, আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখছে। এমন ঘটনা এই গ্রামে এই প্রথমবার।এমন ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি।