মোকছেদুল ইসলাম ফুলপুর ময়মনসিংহ ময়মনসিংহ ফুলপুরে শ্যামলী বাংলা গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে ১জন আহত ১ জন নিহত হয়। এই ঘটনাটি ঘটে গত ২৪ শে মার্চ রবিবার দুপুর ১ টার দিকে ফুলপুর আলোকদী নামক স্থানে দাওয়া ইটাভার সামনে এই দুর্ঘটনা ঘটে । এতে মৃত্যু জহিরুল ইসলাম (২৩) ফুলপুর বালিয়া ইউনিয়নের জালাল মিয়ার ছেলে এবং মৃত্যু মির্জা পিয়াল (২০) হালুয়াঘাট উপজেলা ৩ নং কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামের মির্জা মোজাহিদুল এর পুত্র। আহত নিহত তারা কুরিয়ার সার্ভিসের একজন সৎকর্মী ছিলেন। এতে জানা যায় আজ দশ দিন পর মির্জা পিয়াল চিকিৎসা অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।এবং মির্জা পিয়াল ২০ বছর বয়সে মৃত্যুবরণ করার সময় তার মা-বাবা ও অনেক আত্মীয়-স্বজন সহ প্রতিবেশী রেখে মর্মান্তিক আহত অবস্থায় বিদায় নিতে হয়