যশোরের, শার্শা উপজেলায়, বাহাদুরপুর ইউনিয়ন এর ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় ২০১৮ এসএস সির ব্যাচ বনভোজন ও পূর্ণমিলনী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে, শুক্রবার, ২৭শে ডিসেম্বর সকাল ১০টার দিকে, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে, শার্শা উপজেলার, বাহাদুরপুর ইউনিয়নের স্বজন সাহেব ভেড়ির উদ্দেশ্যে রওনা হয়, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিভিন্ন পেশা নিয়োজিত, শিক্ষক, বেসরকারি অফিসার, ডাক্তার, প্রকৌশলীয় ও কেউবা আবার সরকারি কর্মকর্তা, কিংবা ব্যবসায়ী আবার প্রবাসী বন্ধুরা, সকল কাজ ভুলে এক কাতারে মিলিত হয়, এ বনভোজনের খেলাধুলার আয়োজন ছিল যেমন হাড়িভাঙ্গা, বালতিতে বল নিক্ষেপ ইত্যাদি ও খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়, বনভোজনের যারা দায়িত্বে ছিলেন, মোঃ আব্দুস সালাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইসরাফিল, মোঃ রাকিব, মোঃ রাসেল
এ সময় ২০১৮ ব্যাচের প্রধান আব্দুস সালাম বলেন, আমাদের এই ব্যাচের প্রথম বনভোজন অনুষ্ঠান আমরাই করি এবং আগামীতে প্রতি বছরই আমরা এই বনভোজন করব ইনশাআল্লাহ ও আরো বলেন, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুভাষ স্যার ও হাকিম স্যার, রফিকুল স্যার, ২০১৮ ব্যাচ হল, মেধাবী নম্র ভদ্র ও আলোকিত একটি ব্যাচ।