বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি Logo নলডাঙ্গায় অটো উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু Logo অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মতবিনিময় সভা  Logo মালেশিয়ায় ক্রেন দূর্ঘটনায় বাংলাদেশী নির্মান শ্রমিক নিহত Logo যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পন্য আটক Logo যশোর ৪৯ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় শাড়ী সহ বিভিন্ন ধরনের পন্য আটক Logo বেনাপোল সীমান্তে অভিযানে ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি Logo অভয়নগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ছাত্রদলের বৈশাখী শুভেচ্ছা র‍্যালি  Logo নিউজ গার্ডেন এর সম্পাদক কামরুল হুদার শাশুড়ির মৃত্যুতে, সাংবাদিক মহলের শোক Logo ৪৯ বিজিবির অভিযানে বেনাপোল ও চৌগাছা সীমান্তে  ছয় লক্ষ সাত চল্লিশ হাজার ৯৩০ টাকার ভারতীয় মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার।

Reporter Name / ৬১২ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ। ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায় এসআই (নিঃ) বেলায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে (১০) জন জুয়াড়ি কে আটক করা হয়েছে এবং এদের হেফাজত হইতে ১। ০৩(তিন) বান্ডেল AMERICAN GOLD তাস, ১০০/- টাকার নোট- ০৯টি=৯০০/- (নয়শত) টাকা, ৫০/- টাকার নোট-০৩টি= ১৫/- (একশত পঞ্চাশ) টাকা, ২০/- টাকার নোট -০৮টি=১৬০/-(একশত ষাট) টাকা, ১০/- টাকার নোট ০৫টি=৫০(পঞ্চাশ) টাকা সর্বমোট=১২৬০/-(একহাজার দুইশত ষাট) টাকা উদ্ধার পূর্বক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বেলায়েত হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- ১। মোঃ রমজান (৩৫), পিতা-মোঃ জহির মিয়া, মাতা-ফুলবানু, সাং-বরিগাতি ১নং ওয়ার্ড, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাকিব (২১), পিতা-মৃত শাহাবুদ্দিন, মাতা-মৃত কুসুম, সাং-নায়েকপুর, ৭নং ওয়ার্ড, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, সাইফুদ্দিন বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মাসুম (২৩), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-রাহিমা আক্তার, সাং-রামশিদ্ধ, ৫নং ওয়ার্ড, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-চিত্রকর বিল্ডিং থানা-ইপিজেপ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মুছা (২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-রুবি বেগম, সাং-হরিণা গাজীপুর, হাওলাদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ৬নং শারিকতলা ইউপি, থানা ও জেলা-পিরোজপুর, বর্তমানে-কাজীর গলি, রায়হান জমিদারের ভাড়াটিয়া, ২য় তলা রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মৃত ফোজদার মিয়া, মাতা-মৃত শাহারা আক্তার, সাং-বাশুরিয়া দক্ষিণ পাড়া, ৭নং নায়েকপুর ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজীর গলি, আঃ হাকিম বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ ছাদেক মিয়া (৩২), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-জয়নব আক্তার, সাং-ঘরাডুবা মাস্টার বাড়ী, ৬নং ওয়ার্ড, ৪নং ঘরাডুবা ইউপি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, হারুন ইনচার্জ এর ভাড়াটিয়া, আলাল উদ্দিন বিল্ডিং; ৪থ তলা রুম নং-২৬, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ নুর কতুব মিয়া (৩০), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা-জিন্নাতুন্নেছা, সাং-বারোভুড়ি, মেম্বার বাড়ী, ৩নং ওয়ার্ড, মদন ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৮। মনির হোসেন (২৮), পিতা-আব্দুস সালাম, মাতা-মনোয়ারা আক্তার, সাং-বিষ্ণপুর (উত্তর পাড়া), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, নাছিমা বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ সোহেল (৩১), পিতা-মোঃ আবু সান, মাতা-মাজেদা খাতুন, সাং-চাঁদগাও, মোড়ল বাড়ী, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লিয়াকত বিল্ডিং ২য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মতিউর রহমান, মাতা-মিনারা আক্তার, সাং-কমল আশ্রম (গনু মেম্বারের বাড়ী), থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, চার রাস্তার মোড়, আব্দুর হাকিমের বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST