মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চির বিদায় নিলেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের বারবার নির্বাচিত এমপি, Logo সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত Logo শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত Logo তজুমদ্দিনে ইয়ুথ ভোলা ০৩ এর পরিচ্ছন্নতা অভিযান Logo সন্দ্বীপে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন Logo বঙ্গবন্ধুর ১০৪. তম জন্মবার্ষিক পালিত Logo বীরগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এমপি জাকারিয়া জাকা’র মতবিনিময় Logo হঠাৎ ফুলপুরে ঝড় তুফান বৃষ্টি হয় ক্ষয়ক্ষতি Logo ইপিজেড থানা পুলিশের অভিযানে আকমল আলী রোড় এলাকা থেকে সাজাভুক্ত পলাতক আসামি আব্দুর রহমান গ্রেফতার Logo খানসামায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হেযবুত তওহীদের নারীদের উপর উগ্রবাদীদের হামলা বিক্ষুব্ধ নারীদের শ্লোগানে প্রকম্পিত জাতীয় প্রেসক্লাব

Reporter Name / ৭০৯ Time View
Update : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবদেক: দেশের বিভিন্ন জেলায় নারী কর্মীদেরকে হেনস্তার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হেযবুত তওহীদ। হাজার হাজার বিক্ষুব্ধ নারী এ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তাদের উপর সহিংস আচরণের জন্য ধর্মব্যবসায়ী ফতোয়াবাজ গোষ্ঠীকে দায়ী করেন এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ঢাকা মহানগরী হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে গতকাল সকাল ১০টায় এ বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগের সম্পাদক রুফায়দাহ পন্নীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ঢাকা মহানগরীর নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২৮ বছর ধরে ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরে ইসলামের নামে প্রচলিত যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বার্থের রাজনীতি, ধর্মব্যবসা, গুজব-হুজুগ উন্মাদনা সৃষ্টি করে ধ্বংসাত্মক কর্মকা-ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে আসছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে তারা দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তি পত্রিকায় তাদের বক্তব্য প্রকাশ করছে। এই পত্রিকা এবং আন্দোলনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী নিয়ে যখন হেযবুত তওহীদের নারী সদস্যগণ দেশের বিভিন্ন এলাকায় প্রচারকার্যে নামছেন তখন তাদেরকে বে-আইনীভাবে বাধা প্রদান করছে ধর্মীয় লেবাসধারী, মাদ্রাসাশিক্ষিত, আলেম দাবিদার শ্রেণিটি যারা নিদেরকে ইসলামের কর্তৃপক্ষ বলে মনে করে এবং অন্য কারো ইসলামের কথা বলার অধিকার আছে বলে স্বীকার করে না। এই শ্রেণিটি হেযবুত তওহীদের বক্তব্যের কোনো দলিলভিত্তিক ও যুক্তিযুক্ত জবাব দিতে না পেরে আন্দোলনের প্রচারকর্মীদের উপর শারীরিকভাবে হামলা চালায়। কখনও কখনও তারা মসজিদের মাইকে মিথ্যা গুজব রটিয়ে দিয়ে স্থানীয় ধর্মবিশ্বাসী মুসল্লিদেকে উত্তেজিত করে তোলে। এতে করে ধর্মীয় উন্মাদনা ও সন্ত্রাসের শিকার হয়ে হতাহত হন আন্দোলনের বহু নারী সদস্য। এ সকল বে-আইনী হামলার প্রতিবাদ জানাতেই তারা সমবেত হন প্রেসক্লাব প্রাঙ্গণে। মানববন্ধনে বিগত তিন মাসে হেযবুত তওহীদের নারীরা প্রায় ৩০টি স্থানে ধর্মব্যবসায়ী গোষ্ঠীর হিংস্রতার শিকার হয়েছেন বলে জানান কেন্দ্রীয় নারী বিভাগের সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, ‘হেযবুত তওহীদের সদস্যরা যখন ইসলামের প্রকৃত শিক্ষাগুলো তুলে ধরতে আন্দোলনের প্রকাশনা সামগ্রী নিয়ে প্রচারকার্যে যাচ্ছে, তখন এই আলেম ওলামা দাবিদার কট্টরপন্থী মোল্লাশ্রেণির লোকেরা বিনা উস্কানিতে তাদেরকে বাধা দিচ্ছে, তাদের কাছ থেকে পত্রিকা বই ছিনিয়ে নিচ্ছে, মেরে আহত, রক্তাক্ত করছে। বিগত আটাশ বছরে এভাবে সাড়ে চারশতাধিক স্থানে হামলার শিকার হয়েছেন আমাদের সদস্যরা। তাদের হাতে আমাদের পাঁচজন সদস্য-সদস্যা নির্মমভাবে শহীদ হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে অন্তত ৩০টিরও বেশি জায়গায় তারা হামলা চালিয়েছে। অধিকাংশ হামলাই করা হয়েছে আমাদের নারী কর্মীদের ওপর যদিও হেযবুত তওহীদের রাষ্ট্রীয় আইন, সামাজিক শালীনতা ও ধর্মীয় বিধিনিষেধ মেনেই প্রচারকার্যে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ধর্মান্ধ মানুষের ধর্মীয় অনুভূতির কলকাঠি যাদের হাতে সেই লেবাসধারী আলেম দাবিদার গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। মনে হয় সরকার, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তাদের ফতোয়া সন্ত্রাসের কাছে অসহায়।’ হেযবুত তওহীদ ঢাকা মহানগরীর নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম বলেন, ‘আমরাও স্বাধীন বাংলাদেশের আইন মান্যকারী নাগরিক। সংবিধানমতে আমাদেরও ধর্মীয় মত প্রকাশ ও প্রচারের অধিকার রয়েছে। দীন ইসলামের দাওয়াত দেওয়া আমাদের ঈমানী কর্তব্য ও সাংবিধানিক অধিকার। আল্লাহ-রসুলের ইসলাম নারীদেরকে সকল জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে, তাদের শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, সাহসের স্বীকৃতি দিয়েছে এবং সেগুলোকে বিকশিত করার পরিবেশ নিশ্চিত করেছে। আজ বিকৃত ফতোয়ার জালে বন্দী করে নারীদের সেই অধিকার ও যোগ্যতাকে ধ্বংস করে ফেলা হয়েছে। তারা এখন নিজেদের সেই অধিকার সম্পর্কেও অজ্ঞ। হেযবুত তওহীদ আপ্রাণ চেষ্টা করছে ইসলামের সেই সঠিক আকিদা ও ইতিহাস তুলে ধরে সমাজকে ইসলামের প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করতে।’ বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-সম্পাদক দিল আফরোজ, ইলা ইয়াসমিন, শাকিলা আলম, আফরোজা শবনম, সুমাইয়া আক্তার, আফরোজা মুনির প্রমুখ। সমাবেশের পর একটি র‌্যালিতে অংশ নেন নেতাকর্মীবৃন্দ। ধর্মব্যবসা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, গুজব-সন্ত্রাস ও ফতোয়াবাজি করে নারীদেরকে বাক্সবন্দী করার বিরুদ্ধে র‌্যালিতে শ্লোগান তোলা হয়। তাদের শ্লোগানে প্রকম্পিত ওঠে রাজপথ। র‌্যালিটি তোপখানা রোড প্রদক্ষিণ করে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST