বইছে নদীর উতাল হাওয়া বাঁধ ভাঙানো ঝড়ে , নদীর বুকের পাঁজর ছুঁয়ে ঢেউ ভাঙছে অকাতরে। শান্ত নদীর কি হলো রে কিসের এতো ব্যথা ? একা একা ভাঙছে শুধু কয়না কোনো কথা । নীরব হয়ে থাকতো নদী সমুদ্রের ঐ বুকে , অচেনা সব দুঃখ গুলো দাঁড়িয়ে পড়ছে রুখে । এই সমুদ্র দাওনা তুমি একটু সান্ত্বনা , কোন সে সুখের আশায় এতো যন্ত্রণা ।