আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি এ উদ্বোধন করেন। নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নালিতাবাড়ীর পাঠকদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল একটি পাবলিক লাইব্রেরীর। সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি উদ্যোগ নিয়ে স্থানীয়দের এই স্বপ্ন পূরণ করেন। উপজেলার ভিতর একটি পাবলিক লাইব্রেরী স্থাপন হওয়ায় খুব খুশি বই প্রেমীরা।