তালতলী প্রতিনিধি : তালতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ৫নং বড়বগী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বারবার ইউনিয়ন পরিষদের সাবেক সফল সদস্য মোঃ জয়নাল মৃধা তৃতীয় বারের মতো ইউনিয়ন পরিষদের মেম্বার পদে প্রার্থী। এবার তার প্রতিক তালা। তাই ৭নং ওয়ার্ডে উৎসক জনতা। সকল শ্রেনী পেশার মানুষ বলে জয়নাল মৃধাকে আমরা সুখে- দূঃখে সর্বধাই পাশে পেয়েছি তাই এবারও তাকে নির্বাচিত করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।