শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মুখোশধারী হুজুর কুফরি কালাম দাড়ি হাফেজ আলিফ খা Logo কালীগঞ্জে বিচারবহির্ভূত হত্যার মামলা দায়ের : সাবেক পুলিশ সুপার আসামী Logo নেত্রকোণায় দত্ত উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ -ই – মিলাদুন্নবী (সা:)উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শিক্ষাব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান Logo বেনাপোল বাজার ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত Logo বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব Logo বীরগঞ্জে ৪র্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রী’র মৃতদেহ উদ্ধার Logo দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম এর সাথে মহানগর জামায়াতের সেক্রেটার অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ Logo ঝিনাইদহে ছাত্রদল নেতা মীর্জা ও শিবির সভাপতি পারভেজ হত্যায় পুলিশ কর্মকতাসহ হত্যা মামলা Logo ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

২৫ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে।আমিনুল সরদার আইনের ধরা ছোঁয়ার বাহিরে এখনো।

Reporter Name / ১১৯৫ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪:০৬ পূর্বাহ্ণ

 জুয়েল রানাঃবিশেষ প্রতিনিধি ময়মনসিংহঃ গোপালগঞ্জ টুংগীপাড়ায় একজন বড়ো মাপের প্রতারক আমিনুল সরদার। আমিনুল সরদার ২৫ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে আইনের ধরা ছোঁয়ার বাহিরে এখনো প্রতারক আমিনুল সরদার সে কি আইনের চেয়েও শক্তিশালী। আমিনুলের প্রতারনার জালে সর্বশান্ত ভুক্তভোগী নজরুল ইসলামের পরিবার।ভুক্তভোগী নজরুল ইসলাম জানান।মাননীয় প্রধানমন্ত্রী নিকটতম আত্মীয় পুলিশ প্রধানের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের নাম পরিচয় দিয়ে ব্যবসাও চাকরির কথা বলে ২৫লক্ষ টাকা গ্রহণ করে। বঙ্গবন্ধুর কণ্যা,মানবতার মা’ বিশ্বে সাহসীকন্যা,বাংলাদেশ’মাননীয়প্রধানমন্ত্রী,দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়ার কারিগর বিশ্বের কাছে পরিচিত নেত্রী ।যখন দেশকে মধ্যময় দেশে রুপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন ঠিক তখনই কতিপয় আমিনুল নামের এক প্রতারক,দলীয়নেতাকর্মীদেরকে পূঁজিকরে দেশে সমস্যার সৃষ্টি করছে।তেমনি এক প্রতারকের সন্ধান মিলেছে টুঈিপাড়াই। ১√নং অভিযুক্ত –মোঃ আমিনুল ইসলাম সরদার(৪৩) পিতা-মৃত বারিক সরদার গ্রামঃ গীমাডাঙ্গা , উপজেলঃটুংগীপাড়া জেলাঃ গোপালগঞ্জ। প্রতারক চক্রটি প্রায় দুই বছর পূর্বেএই ঘটনাটি ঘটিয়েছিল।ভূক্তভোগী নজরুল ইসলাম।৩টি সরকারি চাকরির জন্য পুলিশ কনস্টেবল এন এস আই এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি বিষয়টি এলাকার ব্যাক্তিরা জানে ব্যবসা ও সরকারি চাকরি দেবে বলে প্রতারক আমিনুল ইসলাম( টুংগীপাড়া )২০১৯সালে রুস্তম ফকির মাধ্যমে প্রতারক প্রথমে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় ।কিছুদিন অতিবাহিত হলে মহাপ্রতারক আবার ফেসবুকে নেতা মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের ছবিও নাম ভাঙ্গিয়ে নতুন সু- কৌশল অবলম্বন করে ব্যাংক একাউন্টে,এস এ পরিবহনে,বিভিন্য বিকাশ নাম্বারে চাকরি দেয়ার কথা বলে আরও ধাপে ১৫ লক্ষ্য টাকা নেয়।মোট ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে এদিকে নজরুলের পরিবারকে করেছে সর্বশান্ত।টাকা ফেরত চাইলে আজ দিবে কাল দেবে এইভাবে কালক্ষেপণ করে আসছে প্রতারকরা।ব্যবসার ও চাকুরির টাকা ফেরত চাইতে গেলে জীবন নাশের হুমকি দেই প্রতারকচক্রটি। ঐ প্রতারকের প্রায় ২৫টি মোবাইল সিম রয়েছে যা বতর্মানে সবগুলো বন্ধ।টুঈিপাড়ায় আমিনুলের তথ্য নিলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় আমিনুল ঢাকাই নেতা দের সাথে থাকে। প্রতারক আমিনুল সরদারের তিনটি স্ত্রী।টাকার বিষয়ে তিন স্ত্রী ও মাতা সহ সবাই অবগত আছেন বলে জানা যায়।নজরুল ইসলাম জানান,আমার ওপরিবারের উপর যে কোন সময় হামলা হতে পারে এবং মৃত্যু হতে পারে।তবে এর জন্য দায়ী থাকবেন প্রতারক চক্রটি।এমন আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ।অবশেষে নিরুপায় হয়ে ভূক্তভোগী নজরুল ইসলাম ধাবক বিজ্ঞ আমলী আদালত মনিরামপুর যশোর একটি মামলা করেন। তাং-১৪/০৬/২২খ্রিঃ যার -সি আর- নং ৪৪০/২০২২খ্রিঃ।বর্তমান মামলাটি সি আই ডি তদন্ত শেষ হয়েছে। বর্তমানে ভূক্তভোগীরা বিচারের অপেক্ষাই আছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST