ফুলপুর উপজেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানা ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাবেক মেয়র এম. এইচ ইউসুফের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে একই ফুলপুর পৌরসভার কাজিয়া কান্দা গ্রামের ৬ নং ওয়ার্ড মোছাঃ আফরিনা রহমান (২২) পিতা – আরিফুর রহমান। গত ৬ মে ২০২২ রোজ শুক্রবার প্রাথমিক তথ্য বিবরণী নিয়ন্ত্রণ নং২৪৩ স্মারক নং ১৮৭১ (৩)/১ ০৭/০৫/২০২২ মোকদ্দমা নং ৩/১০১। জানা যায়,ধর্ষিতা আফরিন আক্তার (২২),, জানান, ২০১৪ সালে আমার সাথে এম. এইচ ইউসুফ (৪২) সাথে আমার বিবাহ হয় এবং বিবাহিত অবস্থায় আমি ১( এক) সন্তানের জননী হই। আমার সন্তানের নাম তহামিদ(৬) বছর । স্বামী স্ত্রীর মধ্যে কলহের জের ধরে এক পর্যায়ে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ সংঘটিত হয়। 2019 সালে মানিক আহাম্মেদ ডলারের সাথে আমার দ্বিতীয় বিবাহ হয়। মানিক আহাম্মেদ ডলারের সাথে বিবাহিত থাকা অবস্থায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডলারকে ডিভোর্স দিতে বাধ্য করে। আসামি এম. এইচ ইউসুফ (৪২) আমাকে একাধিক বার বিভিন্ন জায়গায় বিবাহের বিশ্বাস জন্মাইয়া বহুবার ধর্ষণ করে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ,ঘটনার সত্যতানিশ্চিত করে বলেন দর্শককে গ্রেফতার করা জন্য অভিযান অব্যাহত আছে।বিশেষভাবে উল্লেখ্য যে এমএইচ ইউসুফ গত ফুলপুর পৌরসভার নির্বাচনে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হয়।