সাইদুর রহমান আকাশ :: তালা সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার তালায় “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্বাবনে স্থানীয় সরকার” এই শ্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মেলাটি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি। তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, জালালপুর ইউপিস চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ্যা খাঁ বাবলী, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ইউনিয়ন পরিষদ সচিবগণ এসময় উপস্থিত ছিলেন। মেলায় স্টল প্রদানকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন এলজিইডি ও তৃতীয় স্থান অধিকার করেন সমাজসেবা অধিদপ্তর।