সাইলুজ্জামান খান নেতৃত্বে গন সম্মেলন। সাইদুর রহমান (আকাশ) বিশেষ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ঘোষিত ৩১ দফা অবহিতকরন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে গন সমাবেশ করেছে কালিগজ্ঞ উপজেলা বিএনপি।সাতক্ষীরা জেলা কালিগজ্ঞ উপজেলা কালিবাড়ি বাজার থেকে সাইলুজ্জামান খান এর নেতৃত্বে ২০০ মতো মোটরসাইকেল বুধবার (২০ শে নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা বিএমপি আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এর সভাপতিতে সোহরাওয়ার্দী পার্কে গন সমাবেশ অংশ গ্রহন করেন। কালিবাড়ি বিএনপির সাইলুজ্জামান খান ও তার অংগ – সাংগঠন সাইলুজ্জামান খান বি বি আর সংবাদ কর্মিদের বলেন তারেক রহমান ঘষিত ৩১ দফা বাস্তবায়নে মাধ্যমে দেশ কে সামান্য মানবিক উন্নতি রাষ্ট্রে সম্ভব তারা জনগন কে সাথে নিয়ে ৩১ দফ বাস্তবায়নে কাজ করে যাওয়াই দৃহ অঙ্গি কার করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির।