বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল জেলার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউবার, ব্লগার এবং বিভিন্ন পদ-পদবিতে নিয়োজিত সাংবাদিকগণ, সম্পাদক, সহকারী-সম্পাদক, বার্তা সম্পাদক, এডিটর ইন চিফ/প্রধান নিউজ এডিটর/হেড অফ নিউজ/নিউজ এডিটর/চিফ রিপোর্টার/কালচার এডিটর/অ্যাসাইনমেন্ট এডিটর/মার্কেটিং প্রধান/অনলাইন ইনচার্জসহ সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু, দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রায়ই আর্থিক সংকট, ঝুঁকি এবং চাপের মুখোমুখি হন। সাংবাদিক সহায়তা কেন্দ্র গড়ে তোলার প্রধান উদ্দেশ্য হলো সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। সংস্থাটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সাংবাদিকদের কল্যাণমূলক প্রতিষ্ঠান। এটি সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের উন্নয়নমূলক ও মানব হিতৈষী কর্মকাণ্ডের লক্ষ্যে সাংবাদিক কর্মজীবী পশ্চাদপদ ও অনগ্রসর সাংবাদিকদের আর্থ-সামাজিক, শিক্ষা-সংস্কৃতির উন্নয়নসহ বহুমুখী আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি পরিকল্পনাঃ ১. প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর করা। প্রতিটি জেলার অফিসে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ২. জরুরি সহায়তা: কোনো সাংবাদিক মারা গেলে তার মরদেহ বাড়িতে পাঠানো, পরিবার দরিদ্র হলে দাফন-কাফনের ব্যবস্থা করা। তার পরিবারকে ন্যূনতম অনুদান প্রদান এবং সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা। ৩. আবাসন সুবিধা: নিম্ন আয়ের সাংবাদিকদের জন্য ফ্ল্যাট বা প্লট কিস্তির মাধ্যমে অর্থ প্রদানের ব্যবস্থা করা। ৪. স্বাস্থ্যসেবা: প্রতিটি জেলার সাংবাদিকদের জন্য অন্তত একটি হাসপাতালের ব্যবস্থা করা। সাংবাদিকদের পরিবার ফ্রি চিকিৎসা সুবিধা পাবে। ৫. ডিসকাউন্ট সুবিধা: লং রোডের বাস, লঞ্চ, ট্রেন এবং বিনোদন কেন্দ্রগুলোতে ডিসকাউন্ট সুবিধা প্রদান। 6. নারী সাংবাদিকদের সহায়তা: কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের সহায়তা করা। বিবাহ, মাতৃত্বকালীন সময়ে এবং বিধবা হলে সহযোগিতা করা। ৭. শিক্ষা ও এতিমখানা: প্রতিটি থানায় একটি স্কুল, এতিমখানা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সাংবাদিকদের সন্তানদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা। ৮. কর্মসংস্থান: সাংবাদিকদের সন্তানদের জন্য এলাকা ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সাংবাদিকদের জন্য পরিবহন, হাউজিং প্রকল্প, মাছের ফিশারি, হাস-মুরগির ফার্ম, কনজুমার ফ্যাক্টরি, গার্মেন্টস শিল্প, লাইব্রেরি ও সুপারশপের মতো উদ্যোগ নেওয়া। ৯. আইনগত সহায়তা: সাংবাদিকরা বিপদে পড়লে আইনগত সহায়তা প্রদান করা। প্রতিটি জেলার জজকোর্টে বিনা খরচে মামলা পরিচালনার ব্যবস্থা করা এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টেও ফি সহযোগিতা করা। যারা আবেদন করতে পারবেনঃ ১. সকল ধরনের সাংবাদিক। ২. প্রতিটি জেলা থেকে আইনজীবী। ৩. সকল প্রেস ক্লাবের সাংবাদিক। ৪. সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক। ৫. সকল টিভি চ্যানেলের সাংবাদিক। আবেদন পাঠানোর ঠিকানা: মোঃ দেলোয়ার হোসেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন মোবাইলঃ ০১৯২৪৯৫৯২২২ (হোয়াটসঅ্যাপ নম্বর)। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ ১. পাসপোর্ট সাইজের ছবি ২. নাম ৩. মিডিয়ার নাম ৪. পদবী ৫. এনআইডি কার্ডের ফটোকপি ৬. মোবাইল নম্বর ৭. জেলার নাম আইনজীবীদের জন্যঃ ১. পাসপোর্ট সাইজের ছবি ২. নাম ৩. আইনজীবী পরিচয়পত্রের কপি ৪. পদবী ৫. এনআইডি কার্ডের ফটোকপি ৬. মোবাইল নম্বর