শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে মাদক সেবনের অপরাধে দুই জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে উপজেলার তেনাচিড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে এ দন্ড দেওয়া হয়। তাদের দেহ তল্লাশি করে ৫৭ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। এঘটনায় রাতেই তাদেরকে থানায় সোপর্দ করা হয়। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে তাদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তেনাচিড়া বাজারে অভিযান পারিচালন করেন। এসময় মাদক সেবনের অপরাধে পূর্ব মাটিয়া কুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন সরু (৩২) কে ১ বছরের ও গিলাগাছা খা বাড়ির মৃত মুসলিম উদ্দিনের ছেলে ইউসুফ আলী (২৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।