মোঃ মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা রোড নয়াগাঁও গ্রামে নিরিবিলি,মনোরম, স্বাচ্ছন্দ্যময়,নিরাপত্তা, ও কাঙ্খিত পরিবেশে গড়ে উঠেছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জ্বনাব,মোঃ হারুনুর রশিদ, তার পিতা মরহুম ফছিউদ্দিন মেম্বার ও মাতা জাহানারা বেগমকে উৎস্বর্গ করে ২০২২ সালের এপ্রিল মাসে উক্ত মাদ্রাসা টি প্রতিষ্ঠা করেন। গত ১ লা রমজান হতে মাদ্রাসার কার্যক্রম শুরু এবং ১১ রমজান হতে আবাসিক/অনাবাসিক ক্লাশ শুরু হয়েছে।(নূরানী,নাযেরা ও হিফজুল কোরআন বিভাগে)। এবং এতিমদের জন্য থাকা খাওয়া ও পড়াশোনা ফ্রি। অসহায়দের জন্য পড়াশোনার_সু_ব্যবস্থা রয়েছে। ধর্মীয় আধুনিক শিক্ষার সমন্বয় ও পাঠদানের জন্য রয়েছে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিতা প্রান পরিশ্রমী ও অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত। এছাড়া প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের পূর্ণ দায়িত্বের সাথে পাঠদান ও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সুষম খাবারের ব্যবস্থা রয়েছে। দূর্বল ও অমনোযোগী ছাত্রীদের গুরুত্ব সহকারে পাঠদান এবং আরবীর সাথে সাথে বাংলা,অংক,ইংরেজী গুরুত্বসহ পাঠদান করা হয়। এবং সকল বিভাগের ছাত্রীদের বিশুদ্ধ আরবী ও মাতৃভাষায় কথোপকথনে অভ্যস্ত করে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের ব্যবহারিক নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শবান দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে ঝিনাইগাতী উপজেলার প্রানকেন্দ্র নয়াগাঁও গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা। এবং ছাত্রীদের আমল ও আখলাক উন্নতির জন্য নিয়মিত তালিম,জলসা এবং হামদ ও নাত চর্চা করে থাকে ও ছাত্রীদের বাকশক্তি ফুটিয়ে তোলা ও মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতা মূলক শিক্ষা সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে বিঃ_দ্রঃ_প্রতি মাসের যে কোন তারিখে ১ দিন প্যারামেডিকেল ডাক্তার দ্বারা বিনামূল্যে ছাত্রীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে হয়। বাংলাদেশের সকল জেলার এতিমদের জন্য ফ্রি-থাকা,খাওয়া ও পড়াশোনা সু-ব্যবস্থা রয়েছে।