মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে অদ্য ২২/০৮/২৩ তারিখ ভোর ০৬.১৫ মিনিটের সময় ঝিনাইগাতী তামাগাও এলাকা থেকে অটোগাড়ীতে অবৈধভাবে আমদানী করা সাত বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম,চশমা উদ্ধার করে ঝিনাইগাতী থানার এসআই রবিউল আউয়াল,এএসআই হরিপদ ও তার সঙ্গীয় সদস্যকে নিয়ে ০৩ জনকে গ্রেফতার করে । গ্রেফতার কৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার ১। সামছুল হক(৫০) পিতা মৃত আঃ লতিফ সাং গুমড়া ২। সোলাইমান (২৬) পিতা লাল মিয়া ৩। আবু তাহের (২০) পিতা কফিলউদ্দিন উভয় সাং তামাগাও সর্ব থানা ঝিনাইগাতী জেলা শেরপুর। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার লাখের উপর। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমনিরুল আলম ভুইয়া জানান থানায় মামলা রুজু করা হয়েছে ও আসামী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।