ফুলপুর উপজেলা প্রতিনিধি
মোঃজুয়েল রানা
লোমহর্ষক ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা বিসকা ইউনিয়নে উম্মে কুলসুম (৫০) নামে এক বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করে পালানোর সময় ২ যুবককে আটক করেছে এলাকাবাসী,পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন ২ যুবকে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে। এ ঘটনায় আটক দুই যুবক হলো, দীন ইসলাম (১৮) রুবেল (২২)।
জানা যায়, উম্মে কুলসুম (৫০) গত শুক্রবার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ি এলাকায় তার মেয়ে আম্বিয়া খাতুনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে শনিবার সকালে নিজ বাড়ি ফিরে আসেন। শনিবার বিকাল ২ টার দিকে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে প্রতিবেশীরা ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, মহিলার মরদেহ থানা প্রাঙ্গণে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।