যশোরের শার্শা উপজেলার বেকার যুবক- যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ১৫ দিন ব্যাপী আয়বধর্নমূলক মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০ টার সময় শার্শা উপজেলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ প্রদান কর্মসূচির শুভ সূচনা করা হয়। শার্শা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।